আমাদের কথা খুঁজে নিন

   

ফেলানি ক্ষমা কর বোন আমার । আমরা লজ্জিত । ফেলানি নয় কাঁটা তারের বেড়ায় ঝুলছে পুরা বাংলাদেশ ।

"সত্য যখন মিথ্যার সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয়, কেননা মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল"

প্রিয় ভারত , ফেলানির হত্যাকারীকে নির্দোষ প্রমান করে রায় দেওয়ায় ১৮ কোটি বাঙ্গালীর অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা গ্রহন করবেন । আসলেই আমরা আপনারা আমাদের থেকে যা পাওয়ার অধিকার রাখেন তার থেকে অনেক কম দিয়ে আপনাদেরকে অধিকার বঞ্চিত করে ফেলেছি। আপনাদের জামায়৬ষ্টি পালনে যাতে কোন সমস্যা না হয় সে কারনে নিজেরা ইলিশ না খেয়ে সব ইলিশ আপনাদেরকে কে দিয়ে দিয়েছি। আমরা আপনাদের কাছ থেকে ট্রানজিট ফী চেয়ে একটুকুও অসভ্যতামি করিনি । আমাদের রাষ্ট্র ও রাষ্টের সাধারন সম্পাদকরা বি এস এফ কতৃক সীমান্তে মানুষ হত্যা নিয়ে একেবারেই চিন্তিত নন ।

আপনাদের স্বার্থে আমাদের হৃদয়ের স্পন্দন সুন্দর বনকে পর্যন্ত বিসর্জন দিয়েছি । আপনার স্বার্থে আমার প্রিয় বাংলাদেশের ক্ষতি হবে জেনেও আমাদের ৫৪ টি নদীতে দিয়েছি অভীন্ন বাঁধ । আমরা আমার বোন ফেলানিকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখার দৃশ্য ও আমার ভাই হাবিব কে সামান্য একটা অপরাধে নেংটা করে পিটানোর দৃশ্য দেখে চোখের পানি বিসর্জন দিয়েছি কিন্তু আপনার নষ্টা নর্তকীদের দিয়ে আমার পবিত্র মাটিতে উলঙ্গ নৃত্য পরিবেশনে একটুকুও থেমে থাকিনি । আমাদের সাথে ২০২০ সাল পর্যন্ত ক্রিকেট খেলবেননা বলে আমাদেরকে অপমান করার পরো আপনারা কতৃক আয়োজিত আই পি এল দেখার জন্য সারাদিন টিভির সামনে বসে থেকেছি । আমাদের বি পি এল এ আপনাদের প্লেয়ারদের খেলার অনুমতি না দিলেও আমাদের বি পি এল এর পুরা ইভেন্টের দায়িত্ব দিয়েছি ভারতীয় ইভেন্ট মেনেজমেন্টকে ।

আমরা মিলিয়ন মিলিয়ন টাকা দিয়ে আপনাদের সালমান শাহারুক কে আমাদের দেশে নিয়ে এসেছি কনসার্ট করতে আর সে কনসার্টে আমাদের মাননীয় মন্ত্রী মাটিতে বসে আপনাদের আর্টিস্টদের সম্মান দেখিয়েছেন । বিশ্বাস করুন ,"এ মিনিস্টার ইজ এ ফ্ল্যাগ অফ এ কান্ট্রি" আর সে পাতাকার চেয়েও আপনাদের আর্টিস্টদের বেশি সম্মান করে ১৮ কোটি মানুষ কতৃক নির্বাচিত মাননীয় মন্ত্রী কনসার্ট দেখার জন্য মাটিতে বসে পড়েছিলেন । কল্পনা করতে পারেন আমরা আপনাদেরকে কতটা সম্মান করি ? বিনিময়ে আপনি আমাদেরকে উপহার দিয়েছেন এক অসাধারন রায়। আপনি কি জানেন দাদা !! ফেলানি হত্যার ও হাবিবকে নেংটা করে পিটানোর দৃশ্য পৃথিবীর যেই দেখেছে সেই শিহরিত হয়েছে । সবাই বলেছে এমন নিষ্টুর কেউ হয় ? অতচ আপনার একটুকুও মায়া লাগেনি ।

এমন নিষ্টুর ভাবে মানুষ হত্যাকারীকে নির্দোষ রায় দিয়েছেন। আমরা আপনাদের প্রতি কতটা কৃতজ্ঞ জানেন দাদা ?আপনি কল্পনাও করতে পারবেননা । শুধু মাত্র কয়েকটার কথা বললাম । ১) আমাদের ঘরে ঘরে আপনাদের টিভি চ্যানেল । বিনিময়ে ওপারে আমাদের একটা চ্যানেলও নেননি ।

২) আমাদের শপিং মলগুলোতে সব আপনাদের পন্য । বিনিময়ে আমাদের আন্তর্জাতিক মানের একটা পন্যও আপনি নেননি । ৩) আমরা এবারের ঈদে ৪৫ হাজার টাকা দিয়ে সানি লিওন ড্রেস কিনেছি জানেন দাদা ? ৪) সীমান্তে চোরা চালানের সময় যারা আপনাদের বিষাক্ত ও ভেজাল ফেনিসিডিল আমার তরুন প্রজম্নকে ধ্বংষ করার লক্ষ্যে এদেশে নিয়ে আসে তাদের আপনারা হত্যা করেন না আপনারা হত্যা করেন গরীব অসহায় ফেলানি হাবিবদের । তাও আমরা সন্ধ্যার পর আপনাদের মিরাকেল বা সিরিয়াল গুলো দেখার জন্য টিভির সামনে বসে থাকি । ৫) আমাদের একটা চ্যানেলও যখন ওপারে পারমিটেড না তখন আমাদের হল গুলোতে কোন রকম হেজিটেশান ছাড়া চলে আপনাদের সিনেমা।

৬) আমাদের এদেশীয় সুশীল নামের বুদ্ধিজীবিরা আপনাদের কতটা ভক্ত জানেন ? যখন কোন মুসলমান নামের কুলাঙ্গার দ্বারা কোন সংখ্যালঘু নির্যাতিত হয় তখন তারা জাত গেল জাত গেল বলে মুখে ফেনা তুলে রাজপথে নেমে আন্দোলন করে , ফেসবুক ব্লগ প্রতিবাদের বন্যায় ভেসে যায়, আর যখন বি এস এফ আমাদের গরীব কৃষকের স্ত্রীকে ধর্ষন করে তখন আমাদের দেশের সুশীল ও ফটো সাংবাদিকরা প্রতিবাদ তো দূরের কথা বরং আপনাদের সাংবাদিকের উপর হামলার কারনে মানব্বন্ধন করে। আর কি চায় বলুন দাদা । আমরা আপনাদেকে দিতে বাধ্য । প্রিয় ভারত দাদা , আমাদের প্রিয় ব্লগার মুশাসি ভাইয়া ফেলানিকে নিয়ে একটা কবিতা লিখেছেন । সে কবিতাটি একটু পড়ে দেখার অনুরোধ করছি ।

বোন ফেলানী, আমরা এতই কাবোদাচো যে যেই নেকড়ে তোকে খেয়েছিলো তার কাছেই তোর বিচার নিয়ে গিয়েছি নেকড়ে আজ রায় দিয়েছে নেকড়ে নিজেকে বেকসুর খালাস দিয়েছে বোন ফেলানী, যে অক্ষমরা তোকর মুখে দুমুঠো ভাত যোগার করে দিতে পারে নি তারা আজ তোকে ওপারে যাওয়ার জন্য দোষী করে। আমি কোন মুখে তোকে বলি সে লজ্জার কথা? বোন ফেলানী, যে নেকড়ের চামড়া দিয়ে আমাদের জুতা বানাতে চাওয়ার কথা, সে নেকড়ের দেশের পন্য ছাড়া আমাদের একদিনও চলে না। সেই দেশীয় এক গন্ডা টিভি চ্যানেল না থাকলে আমাদের ড্রয়িং রুমের শোভা থাকে না । তাদের বিনোদন পাড়ার নগ্ন নিউজ না থাকলে ছাপেনা আমাদের পত্রিকা। বোন ফেলানী, আজও ফেলানীরা মরে ঐ কাঁটাতারেরই আশেপাশে।

আমি কোনমুখে তোদের বলি সে লজ্জার কথা! শেষ করছি দূর্‍্যোধন ভাইয়ার আজকের স্ট্যাটাসে শেষ ৪ টি লাইন দিয়ে । "জয় হোক ভারতমাতার ! তোমরাই দেখিয়ে দিলে - ইওর গভার্নমেন্ট কেয়ার্স ফর ইওর পিপল ! আওয়ার গভার্নমেন্ট ? ডু ইউ স্টিল ফাকিং বিলিভ উই ডু রান এনি গভার্নমেন্ট ? " জে হু ভারত মাতা কি জে !!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.