আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে আমার লেখা পড়ে বিডিনিউজের সিদ্ধান্ত পরিবর্তন! এবার এইচএসসি পরীক্ষার্থী হিসেবে ছেলেদের ছবি দেয়া হলো ।ইয়াহু

এইচএসসিতে বসেছে ১০ লাখ শিক্ষার্থী। দেশের দুই হাজার ২৮৮ কেন্দ্রে একযোগে শুরু হয়েছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার আটটি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসি, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল/বিএম (বিজনেজ ম্যানেজমেন্ট) ও ডিআইবিএসে ১০ লাখ ১২ হাজার ৫৮১ জন শিক্ষার্থী এ পরীক্ষা দিচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকাল ১০টায় এইচএসসি ও ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজে (ডিআইবিএস) বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্র, বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের (ডিআইবিএস) পরীক্ষা শুরু হয়। একই সময়ে আলিমে বাংলা আবশ্যিক, এইচএসসি ভোকেশনালে বাংলা-২ (সৃজনশীল/সাধারণ), ডিপ্লোমা ইন কমার্সে বাংলা-২ এবং এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনায় বাংলা-২ বিষয়ের পরীক্ষা শুর হয় বলে জানান তিনি।

এ বছরের শিক্ষার্থীদের মধ্যে ৫ লাখ ৩৫ হাজার ৬৬২ জন ছাত্র এবং ৪ লাখ ৭৬ হাজার ৯১৯ জন ছাত্রী। এর মধ্যে ৮ লাখ ২৩ হাজার ২৪১ জন এইচএসসি; ৮৮ হাজার ৭৭৯ জন আলিম, ৯৫ হাজার ৯৫৬ জন এইচএসসি বিএম/ভোকেশনাল এবং ৪ হাজার ৬০৫ জন ডিআইবিএস পরীক্ষায় অংশ নিচ্ছে। গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা দিয়েছিল ৯ লাখ ২৬ হাজার ৮১৪ জন। সেই হিসাবে এবার পরীক্ষার্থী বেড়েছে ৮৫ হাজার ৭৬৭ জন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এর আগে জানিয়েছেন, গতবারের চেয়ে এবার এইচএসসিতে শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ২৪৭টি; পরীক্ষা কেন্দ্র বেড়েছে ৯২টি।

এবার বিদেশে পাঁচটি কেন্দ্রে ১৬৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এ বছর বাংলা প্রথম পত্র, রসায়ন প্রথম ও দ্বিতীয় পত্র, পৌরনীতি প্রথম ও দ্বিতীয় পত্র, ব্যবসায় নীতি ও প্রয়োগ প্রথম ও দ্বিতীয় পত্রে পরীক্ষা হবে সৃজনশীল প্রশ্নে। গত বছর শুধু বাংলা প্রথম পত্রের পরীক্ষা সৃজনশীল প্রশ্নে হয়। এর আগে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, “আশা করছি সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা হবে। আর সৃজনশীল প্রশ্নে পরীক্ষা হওয়ায় নকল করে পাস করার সুযোগ নেই।

” এবারো দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থীরা শ্রুতিলেখক নিয়ে পরীক্ষা দিতে পারছে বলে জানান নাহিদ। শ্রুতিলেখক নিয়ে পরীক্ষায় অংশগ্রহণকারী, বুদ্ধি ও শ্রবণপ্রতিবন্ধীরা অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে। আগামী ২৮ মে তত্ত্বীয় পরীক্ষা শেষে ১ থেকে ১৪ জুন ব্যবহারিক পরীক্ষা হওয়ার কথা রয়েছে। লিঙ্ক আগের পোষ্ট>>আচ্ছা, প্রতি বছর কি মেয়েরাই শুধু পরীক্ষা দেয় ? মিডিয়াতে শুধু মেয়েদেরই দেখা যায়! ছেলেদের ছবি কেনো আসে না?  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।