আমাদের কথা খুঁজে নিন

   

ুলিশ মানুষ

আমার ঠিক মনে নাই, ১৯৮৮ কিংবা ৮৯ এর সময়, উত্তরাঞ্চলে কোথাউ এক্তা বাস দুর্ঘটনায় ৫জন মানুষ মারা জায়, স্থানিও সাংবাদুক একজন প্রত্তক্ষদরসিকে প্রশ্ন করেন, কইজন মারা গেছেন? উনি জানান, ২জন মানুষ আর ৩জন পুলিশ। এরশাদের সময় আমারা জারা দেখেছি তারা জানি, পুলিশ, আর্মি এবং বিডিআর কেমন অমানুষিক নির্যাতন চালিয়াছেইলো সাধারণ মানুশের উপর। এর পরে আমাদের পছন্দের দুটি দল দফায় দফায় ক্ষ্মতায় এসেছেন কিন্তু তাদের ব্যবহার করার ধরন ঠিক এরশাদের মতই আছে। আজ পর্যন্ত একবার দুই নেত্রিকে একবার বলতে শুনিনাই, আমি বাদ দিয়ে আমাদের কথা বলেছেন। সব মিছিল মিটিঙে আকি কথা, আমারা ভাল করছি তারা খারাপ করাছিল। একবার যদি বলতো আমারা ওদেরথেকে ভাল করবো, এবিং ওদের নয়ে করব। রাজাকার আমাদের জাতিগত শত্রু, তাদের সাথে কনো স্বার্থে আমি মানুষ হয়ে আকত্ততা করবনা। অথছ আমাদের দুই মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি; প্রয়জনে তাদের সাথেও একাত্ততা করেন। আর পরক্ষ ভাবে ৭১এর মত বার আমার দেশ আর আমার মাকে অপমান করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.