আমাদের কথা খুঁজে নিন

   

১১ জানুয়ারি নারায়ণগঞ্জে ডিসি কার্যালয় ঘেরাও

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে ১১ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও করবে ‘যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম’। শুক্রবার বিকেল ৪টায় শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের গণসমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া প্রত্যাহারের দাবি জানিয়ে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহবায়ক রফিউর রাব্বি বাংলানিউজকে জানান, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির পর্যাপ্ত নন এসিবাস চালু, শহরের মলপাড়া হতে বিআরটিসির বাস চালু এবং ঢাকা-নারায়ণগঞ্জ পুরনো (পাগলা-পঞ্চবটি) রুটে বিআরটিসি বাস চালু করতে হবে। নারায়ণগঞ্জ-কমলাপুর রুটে কমিউটার ট্রেন সার্ভিস চালু ও রেলপথ ডবল লাইনে উন্নীত করে বগির সংখ্যা বৃদ্ধি এবং প্রতি ঘণ্টায় ট্রেন চালুর দাবি জানান তিনি ।তিনি জানান, এসব দাবি আদায়ের লক্ষ্যে ১১ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও, ১৪ জানুয়ারি নারায়ণগঞ্জে বিআরটিসির কাউন্টারের সামনে ও ১৭ জানুয়ারি শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল ও রেলস্টেশনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। গণসমাবেশে সভাপতিত্ব করেন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহবায়ক রফিউর রাব্বি। বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, সাধারণ সম্পাদক আবদুর রহমান, সিপিবি নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক দুলাল সাহা, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, তরিকুল সুজন, আওলাদ হোসেন, আবু হাসান টিপু, রথিন চক্রবর্তী, রাশিদা আক্তার প্রমুখ। বাংলানিউজ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।