আমাদের কথা খুঁজে নিন

   

আরো একবার, আমি ,আরো একবার হেঁটে যাবো

মৃত্যুর ভিতর এত ভয় জেগে থাকে, তাতো জানি নাই! অচেনা ঝিঁঝিঁ পোকারা ডাকে ,তাদের অচেনা ভাষা। সেই ভাষা বুঝি নাই(এখনও) । বুঝি নাই , বুঝি নাই সেই ভাষা যে এক মৃত্যুর, মৃ্ত জীবনের। একে একে সবাই এলো, মুকুল, সইফুল,সুবীর ,রোদ্দুর......। খোলা মাঠে খেলা খালি , এক অবিরাম খেলা, ফুসফুসহীন এক হাসির খেলে আমি ক্লান্ত, আরো একবার, আমি ,আরো একবার হেঁটে যাবো, তোমাদের কাছের অই মাঠের সবুজে, সবুজের মাঠে(এইসব কথা বলি মনে মনে তোর কাছে)। আর আমি তোর থেকে কতদূরে যাবো, মুক্তি! মুক্তি তুই কদ্দুর? আরো কতদিন পরে পাবো তোর অই অমৃত জীবন!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।