আমাদের কথা খুঁজে নিন

   

হলিডে নাইটঃ ব্লগকিলিক্স- চলুন জেনে নিই বিভিন্ন ব্লগারের মাল্টি নিক গুলো

আমি একাই পৃথিবী। সামাজিক যোগাযোগ মাধ্যম http://www.facebook.com/kalponikvalo প্রিয় ব্লগারগন শুভেচ্ছা নিন। প্রচন্ড গরম, ট্রাফিক জ্যামের এই শুক্রবারে যারা রাস্তায় বের হয়েছিলেন, তাদের জন্য একরাশ মায়া এবং করুনা উৎসর্গ করে আমি আমার এই পোষ্ট শুরু করছি। আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ব্লগের বেশ কিছু পুরানো নথিপত্র ঘাটতে গিয়ে আমরা বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছি। জুলিয়ান এ্যাসেঞ্জ দ্বারা অনুপ্রানিত হয়ে আমিও সেই তথ্যগুলো ফাঁস করলাম।

এই জন্য উইকিলিকস কর্তৃপক্ষ ব্লগকিলিস নামে একটি পেজ বরাদ্ধ করেছেন। প্রিয় ব্লগারগন, আপনারা মাল্টিনিকের ব্যবহ্যার অপব্যহার ইত্যাদি সম্পর্কে জানেন। এর ভালো মন্দ দুইটাই আছে। একটি নিকে আপনি আছেন নারী হিসেবে আবার একটি নিকে আপনি আছেন পুরুষ হিসেব। যারা জেন্ডার এ্যাডভেঞ্চারিষ্ট তারাই এই ধরনের কাজ করে।

এই ধরনের কর্মকান্ড ধরা খাইলে যেমন জামিন নাই, তেমন এই ধরনের নিকের মালিক হইলে বিভিন্ন প্রকার পুরুষ ব্লগারের লুতুপুতু কমেন্ট দেখে বিনোদনের সাগরে সার্ফিং করা যায়। মাল্টিনিকের সুবিধাও আছে। যেমন মনে করুন, কাউকে আপনার ভালো লাগল না, কিন্তু নিজ নিকে আপনি তাকে কিছুই বলতে পারছেন না, তখন মাল্টি বাবার দারস্থ হলে তাকে সম্পূর্ন অন্ধকারে রেখেই হাল্কার উপর ঝাপসা টাইপের সাইজ দিয়ে আসতে পারেন। বেচারা চোখে সর্ষেফুল দেখা ছাড়া আর কিছুই করতে পারবে না আবার মনে করুন, কেউ এক নিকে সুন্দর সুন্দর কবিতা লিখেন, আবার আর অন্য নিকে গল্প। এক নিকে কেউ সাধু পুরুষ, আবার অন্য নিকে আপনি চাঁদ।

ইয়ে মানে কিছুটা কলংক আছে। আর এক শ্রেনী আছে, এরা সবচেয়ে বেশী ঘৃনিত। এক নিকে ছাগুদের বিপক্ষে হেব্বি ফাইট করে আবার অন্য নিকে নিয়মিত বাঁশের কেল্লার সাপোর্টে পোষ্ট দেন। এই ধরনের রিভার্স পাবলিকদের ধরতে পারলে ৭ দিন যেন কোথাও পশ্চাৎদেশ দিয়ে বসতে না পারে, সেটার ব্যবস্থা করা আপনার নৈতিক দায়িত্ব। হ্যাঁ প্রিয় ব্লগার বৃন্ধ আপনাদের আর অন্ধকারে রাখব না।

আজকের ফাঁস হওয়া তথ্যের তালিকায় উঠে এসেছে বিভিন্ন ব্লগারের মাল্টিনিক গুলো। আমি জানি এই ধরনের গোপনীয়তা ফাঁসের কারনে অনেকেই আমার ব্যান চাইবেন। কিন্তু আমি বিশ্বাস করি, সাধারন ব্লগারগন আমার পাশে থাকলে আমি অবশ্যই কোন না কোন নিকে রাজনৈতিক আশ্রয় পাব। চলুন দেখে নেয়া যাক প্রিয় ব্লগারদের সম্ভাব্য মাল্টি নিকসমূহঃ জানাপুঃ অজানা অন্যমনস্ক শরৎ মনযোগী হেমন্ত দূর্যোধন বাংলার হারকিউলিস রেজোওয়ানা প্রাচীন জাদুঘর হাসান মাহবুব হিচককের প্রেতাত্মা জুন বারোমাসি পথিক *কুনোব্যাঙ* *সোনাব্যাঙ* মধুমিতা বলাকা কপিলা এখন ঘাটে। নোমান নমি উফ! নরম নমি! তন্ময় ফেরদৌস দি মডেল হান্টার (লেডিস প্লীজ) ফ্রাঙ্কেস্টাইন তোমাদের চে দা তোমার গল্পের মৃত রাজকন্যা মেঘের দেশের রাজকন্যা!!! কান্ডারী অথর্ব **হারবালে কান্ডারী সক্ষম** ৎঁৎঁৎঁ ::: ঘুড্ডির পাইলট এসো মাল্টি বানাই।

মাননীয় মন্ত্রী মহোদয় কালোবিড়াল। শ্রীঘর চৌদ্দ শিকের কাবাব জনৈক গণ্ডমূর্খ টিপসই banglar_hasan চেতনার ফেরিওয়ালা কথিত আছে উনার নাকি আরেকটি নিক আছে। তা হলো, পাকি হাসান। যদিও লিংকটি আমি খুঁজে পাচ্ছি না। আমিনুর রহমান ডুবসাঁতার রিয়াল রিফাত এত্তগুলো মেহজাবিন মামুন রশিদ মাইর হপে সাউন্ড হপে না অপর্ণা মম্ময় বাংলা অভিধান আজ আমি কোথাও যাবো না আজ আমি ছাগু পাইলে পিডাইতে যামু।

আরজুপনি মডুপনি একজন আরমান হ্যাঁ, আমিই আরমান। আমি যদিও এই সব মাল্টিবাজি করি না। তারপরও আমার দুইটি মাল্টি নিক আছে। ক) বাস্তবিক ভালোবাসা খ) কমলুল ভালোবাসি আরো অনেকের নাম দেয়ার ইচ্ছে ছিল। কিন্তু সময় সল্পতার কারনে তা প্রকাশ করতে পারলাম না।

বিঃদ্রঃ ইহা নিতান্তই একটি ফান পোষ্ট। কারো মাল্টিঅনুভূতিতে আঘাত লাগলে আমি কোন ভাবেই দায়ী নই। আচ্ছা না যান আগে থেকে ক্ষমা প্রার্থী। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।