আমাদের কথা খুঁজে নিন

   

কুলাঙ্গার

http://www.facebook.com/reyad.parvez.3 আমি কখনই এলিট ছিলাম না- আমি বসে থাকতাম খোলা আকাশের নিচে- গোল্ডলিফ পুড়িয়ে পরে- সস্তা ম্যারিজ ধরিয়ে- একদল জেলেদের সাথে- ঘাটের বিষন্ন হাওয়াতে- কিংবা হাঁটু বৃষ্টির ভেজা কাপড়ের- ন্যাতন্যাতা ছেড়া দুটাকার নোটে. নিজের মিল খুঁজে পেতাম ইলেকট্রিকের তারে বসা দাঁড়কাকের গর্বিত ভঙ্গিমায়, রাতের রাস্তায় হাঁটতে হাঁটতে নিজেকে কখনো নিসঙ্গ মনে হয়নি- একা হাঁটা যে শিখে যায় তার সঙ্গী লাগে কি? আমি ভাল মানুষ ছিলাম না. যে পাপ বুকের গভীরে জন্ম নেয় তা খুব দ্রুত বেড়ে ওঠে- নির্দ্বিধায় ছড়িয়ে পড়ে শহরের শিরায়- উপশিরায়, আমি তা স্বীকার করি. তোমার এলিট খেতাবের বুকে পা রেখে হেঁটে যেতে আমি দ্বিধায় ভুগি না- রাতশেষে সব অমানুষের দল. টিএসসির মোড় থেকে- শহরের প্রতিটি টং দোকান, রাস্তার সস্তা চায়ের পেয়ালাতে- ঝড় তোলা রাজনৈতিক সংলাপে- আমি দেশ,দশ নিয়ে চিন্তা করি- উজির নাজির বাদ দিয়ে, হামা দিয়ে বসে,এক থালা ভাতের সন্ধানে- দেশচিন্তা এলিটের প্লেটে তুলে দিয়ে- নাক ডেকে ঘুমিয়ে- আমি ক্লান্ত হই. নক্ষত্রের শেষ আলোতে জীবন বোধের ব্যর্থ চেতনায় আজ বড় হাত পা ঝাড়া একজন কুলাঙ্গার এলিট হতে ইচ্ছে করে.

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।