আমাদের কথা খুঁজে নিন

   

ছড়ার রাজার জন্মদিনে

সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে.. ছড়ার রাজার জন্মদিনে লুৎফুর রহমান ছড়ার বনের ফুল পাখিরা সুর তুলেছে সুর আজকে রাজার জন্মদিনে ফুটছে রঙিন ভোর। হাজার মুখে হাসি যেন পদ্মফোটা বিল রাজার হাসায় রাজ্য হাসে কিলবিল কিলবিল। ছড়ার রাজা রিটন ভায়ের জন্মদিন আজ রাজার মাথায় জুটুক আরো সফলতার তাজ। ***শুভ জন্মদিন শ্রদ্ধেয় রিটন ভাই।

আমার মনে আছে ২০১০ সালে ফেসবুকে প্রথম যখন ফ্রেন্ড হয়েছিলাম আপনার সাথে ঠিক তখন ছড়ায় ছড়ায় চ্যাটের এক পর্যায়ে বলেছিলেন ''আমার নামের সাথে তোমারও নামের মিল, ছড়ার সাথে ছড়ারও। এছাড়া ২০১১ সালে আমার প্রথম ছড়ার বই 'স্বপ্নবালিকার' ভূমিকায় লিখেছিলেন-আমার সাথে তার অনেক মিল। আমার নামের অর্ধেকটা তার নাম। আমিও ছড়া লিখি সেও। আমিও পরবাসে থাকি সেও।

'' এই কথাগুলো আমার জীবনে অমূল্য ভাণ্ডার হয়ে থাকবে। শুভ জন্মদিন ছড়ার রাজা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।