আমাদের কথা খুঁজে নিন

   

কীভাবে ভালো ছাত্র হওয়া যায়?

প্রকৃত আলোয় আলোকিত হউক সবার হৃদয়। (এ মতামতগুলো একান্তই আমার, যে কেউ এগুলোর গঠনমূলক সমালোচনা করে আমার ধারণার ইতিবাচক পরিবর্তনে সহায়তা করতে পারেন। ) প্রত্যেক ছাত্রই চায় ভালো ছাত্র হতে। আসলে একথা বললে ভুল হবে, শুধু ছাত্র নয় প্রত্যেক লোকই চায় নিজ নিজ কর্মক্ষেত্রে সাফল্য লাভ করতে। সবাই তা পারে না।

নতুন বছরের শুরুতে আমাদের প্রিয় ছাত্র-ছাত্রীরা পুরাতন বছরের ব্যর্থতার গ্লানি ভুলে নতুন উদ্যমে তাদের পড়াশোনায় মনোনিবেশ করতে শুরু করেছে। আমি বর্তমান সরকারকে ধন্যবাদ দিতে চাই এবার বছরের শুরুতেই ছাত্রদের হাতে বই তুলে দেয়ায়। নতুন বই হাতে পাওয়া উদ্যমি এই ছাত্রদের উদ্যেশ্যে আমার আজকের পোস্ট। ভালো ছাত্র হতে হলে একজন ছাত্রকে দু'টি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। ১।

সঠিক পদ্ধতিতে সর্বাত্বক প্রচেষ্টা চালিয়ে যাওয়া। ২। আল্লাহর সাহায্য কামনা করা। ১। সঠিক পদ্ধতি বলতে আমি যে বিষয়গুলোর প্রতি দৃষ্টি দিতে বলবো সেগুলো হল- ক) নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হওয়া।

খ) ক্লাশে মনযোগি হওয়া। গ) শিক্ষকের পাঠদান মনযোগ দিয়ে শোনা, তাতে অংশগ্রহণ করা, প্রয়োজনীয় সংক্ষিপ্ত নোট নেয়া এবং কোন কিছু না বুঝলে পুণরায় প্রশ্ন করে জেনে নেয়া। ঘ) ক্লাশে আলোচ্য বিষয়গুলো বাড়িতে পূণরায় চর্চা করা। ঙ) শিক্ষক কর্তৃক প্রদত্ত কাজগুলো যথাযথভাবে নিয়মিত করা। ডায়েরী সংরক্ষণ করা।

(এ বিষয়গুলো চর্চা করলে একজন ছাত্র প্রাইভেট নামক উটকো ঝামেলা থেকেও বেঁচে যায়) চ) বেশি বেশি দলগত কাজ কাজ করা। যেকোন বিষয়ে দলগত কাজ ছাত্রদের দূর্বলতা দূর করতে বেশ কার্যকর। ছ) সকল বিষয়ের পাঠ্য পুস্তক (মেইন বই) পুরোপুরি পড়ে নেয়া। জ) সিলেবাস ও পরীক্ষার প্রশ্নের ধারা, মানবণ্টন সম্পর্কে শুরুতেই স্বচ্ছ ধারণা নেয়া। ঝ) ভাষাগত ও সাধারণ জ্ঞানের সমৃদ্ধির জন্য পত্র-পত্রিকা, সাহিত্য পাঠ।

ঞ) হাতের লেখা স্পষ্ট করতে সচেষ্ট হওয়া। লেখার সৌন্দর্য ও ভাষাগত উৎকর্ষতার জন্য বেশি বেশি লেখা। ২। আল্লাহর সাহায্য কামনায় লক্ষনীয় বিষয়গুলো- ক) যে কোন কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। খ) আল্লাহ মানুষকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, লেখা পড়াকেও এক ধরনের ইবাদত মনে করা।

গ) অর্জিত জ্ঞান দিয়ে দেশ, জাতি, পরিবার, সমাজ ও দ্বীনের সেবা করার ইচ্ছ পোষণ করলে আমার মতে তা অবশ্যই ইবাদত হিসেবেই গণ্য হবে এবং আল্লাহর সাহায্য পাওয়া যাবে। ঘ) নিয়মিত কুরআন হাদিস অধ্যয়ন। আল্লাহ আমাদেরকে ভালো ছাত্র হওয়ার তৌফিক দিন, আমিন। অভিভাবকবৃন্দের জন্য ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.