আমাদের কথা খুঁজে নিন

   

জেনারেল !? কখন, কীভাবে ?

যাহার পা-দুটা আছে, সেই ভ্রমণ করিতে পারে; কিন্তু হাত দুটা থাকিলেই তো আর লেখা যায় না ! সে যে ভারি শক্ত। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। জেনারেল কখন হইলাম !? ব্লগার পরিসংখ্যানে লেখা, ব্লগ লিখেছেন- ২ মাস ৩ সপ্তাহ। এতদিন পর আজকে এই দুঃসংবাদ দেখলাম। অনেকদিন পর নিজের আইডি'তে আসা হলো।

নইলে হয়তো আরো আগেই দেখতে হতো। দেখলাম, বড় বড় করে লেখা- "আপনি একজন সাধারন ব্লগার" কী সাংঘাতিক কথা! আমি যে সাধারণ সেটা আবার জানানোর কী দরকার? এতদিন কী সুন্দর অসাধারণ ব্লগার হিসেবে বিচরণ করে যাচ্ছিলাম। সব আনন্দ মাটি, ধুলা-বালি, কংকর হয়ে গেল! ২ মাসেরও বেশি সময় ওয়াচে ছিলাম। মনে বড়ই আনন্দ- আহা! আমার লেখা থেকে বিশিষ্ট মডারেটরগণ দৃষ্টি সরাতেই পারছেন না। "তুমি সুন্দর, তাই চেয়ে থাকি অপলক" এমন অবস্থা! দিন যায়, মাস যায়, ক্যালেন্ডারের পাতা উলটায়, কিন্তু মডুদের পবিত্র নয়ন আর সরে না।

ভাবলাম, কী শক্তিশালী লেখনী আমার। মডুরা অবাক তাকিয়ে রয়! কিন্তু আজ দেখলাম তারা বলে দিল, মডারেশন স্ট্যাটাস- General। আপনি একজন সাধারন ব্লগার। থাক, কী আর করা। সাধারণ জীবনযাপনই তবে শুরু হোক...! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.