আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক স্ট্যাটাস ও ছয় মাস জেল

ভাই আমি ডরাইছি। ব্যাপক ডরাইছি। ফেসবুকে আর স্ট্যাটাস দিমুনা। ব্লগেও যেই পোস্টগুলান আছে সব ডিলিট দিমু। আমি আমার মরণ দেখতাছি।

তারেক মাসুদ আর মিশুক মনির মারা যাওয়ায় কেউ কেউ খুশী হইতারে। তয় অধিকাংশ মানুষই কষ্ট পেয়েছিল। কেঁদেছিল অনেকে। অনেকে ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস দিছিল। সেইরাম একটা স্ট্যাটাস দিয়া পুরা কট জাবির এক শিক্ষক।

তারে আদালত স্বপ্রনোদিত হইয়া শাস্তি দিয়া দিছে। এই খানে দেখেন এখন তো সাহসে আমার আডু কাপতাছে। কখন যে আদালত স্বপ্রণোদিত হইব আল্লা মালুম। তারচেয়ে বরং আমি প্রশংসা কইরা ঈশ্বরগুপ্তের কয়টা লাইন আওড়াই_ " তুমি মা কল্পতরু আমরা সব পোষা গরু শিখিনি শিং বাঁকানো '''''''''''''''''''''''''' ''''''''''''''''''''''''''''' আমরা ভূষি পেলেই খুশি হব ঘুষি খেলে বাঁচব না। '' বদ পোলাপাইন নতুন ধান্দা বাইর করছে।

মরণ কামনায় জেল হইছে। কোটি বছরের আয়ু কামনায় কি কোটি টাকা পাওয়া যাইব ? আমি এখন কোটি বছরের আয়ু কামনাকারীদের দলে। মাগো তুই শত-কোটি বছর বাইচা থাক। আমার বাড়ি ঘর কিছু দেওন দরকার নাই। ঘটনা যখন ঘটে তখন ম্যালা জল ঘোলা হইছিল।

আমাগো মলিকিউল সেইটা নিয়া একটা পোস্টও দিছিল। কিন্তু এইভাবে যে তার জেল হবে আদালত অবমাননার দায়ে সেইটা কি জনকণ্ঠও ভাবতে পারছিল ? আরো জানা যাবে মলিকিউলের পোস্টে। অনেক ট্রাই কইরাও আমার আগের পোস্ট মুছতে পারলাম না। কেউ একটু কইয়া দেন তো কেম্নে পোস্ট মুছুম ? এখন তো দেখি সাইবার গুপ্তচরদের হাত থেকে বাঁচা দায় হইয়া গেছে। কখন যে কে কি ফাঁস কইরা দেয় খোদা জানে।

আমি ঠিক করছি। মুখে তালা লাগাইয়া দিমু। কী বোর্ডে পানি ঢাইলা দিমু। কম্পুটার সের দরে বেইচা দিমু। নেট কাটিং কইরা দিমু।

কারণ এইসব দিয়াই তো স্ট্যাটাস দেওয়া যায়-সুতরাং এইসব রাখার দায়েও আমারে শাস্তি দিতে পারে। সুতরাং ব্লগে / ফেসবুকে আসা তো দূরের কথা কম্পিউটারেও বসবনা আর। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.