আমাদের কথা খুঁজে নিন

   

কামাল আহম্মেদ মজুমদার সাংসদ না সন্ত্রাসী!

প্রথম আলোয় প্রকাশিত আমাদের সাংসদ কামাল আহম্মেদ মজুমদারের কুকীর্তির রিপোর্টটি আমাদের মনে দীর্ঘ দিন দাগ কাটবে। এরাই আমাদের দেশের সাংসদ বলেই দেশটার আজ এ অবস্থা। অবশ্য বাকশালের উত্তরসূরীদের কাছে আমরা আর কি বা আশা করতে পারি। এরা জনগণের সাথে তামশা করার জন্যই ক্ষমতায় এসেছে। অতীতে শেখ হাসিনা নারী নির্যাতনের বিরুদ্ধে অনেক সোচ্চার হয়েছেন।

দিনাজপুরের ইয়াসমীন হত্যা থেকে শুরু করে অনেক ক্ষেত্রেই তাকে প্রতিবাদ মুখর হতে দেখেছি। অবশ্য সব গুলোই বিরোধী দলে থাকা অবস্থায়। তিনি নিজেও একজন নারী। তাই নারী সাংসাদিকের শরীরে হাত দিয়ে সাংসদ কামাল আহম্মদ যে অন্যায় করেছে তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী কি পদক্ষেপ নেন তা আমরা দেখতে চাই। আর যদি ঐ সাংসদের বিরুদ্ধে তিনি যদি কোন পদক্ষেপ নিতে না পারেন, তাহলে বুঝতে হবে তার অতীত কর্মকান্ড শুধুই ভোট পাওয়ার জন্য।

সামুর ব্লগারদের জন্য প্রথম আলোর অন লাইনে প্রকাশিত রিপোর্টটি এবং পাঠকদের মন্তব্য হু বহু তুলে ধরা হলো। রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজে গতকাল সাংবাদিকদের ওপর হামলার পর পুলিশি পাহারায় নিজের লোকজন নিয়ে বেরিয়ে আসছেন সাংসদ কামাল আহমেদ মজুমদার আওয়ামী লীগের সাংসদ কামাল মজুমদারের হামলায় আহত হয়েছেন আরটিভির একজন নারী সাংবাদিক। গতকাল মঙ্গলবার সকালে মিরপুর-২-এ মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের সামনে এ ঘটনা ঘটে। সাংসদ ও তাঁর লোকজনের হামলায় আরও একজন নারী সাংবাদিকসহ চারজন লাঞ্ছিত হন। এ ঘটনা ঘটিয়ে চলে যাওয়ার সময় শিক্ষার্থী-অভিভাবক ও স্থানীয় কিছু লোকের তোপের মুখে পড়েন সাংসদ কামাল মজুমদার।

একপর্যায়ে তিনি স্কুলের ভেতরে ঢুকে পড়েন। বাইরে তখন সাংসদের শাস্তি দাবিতে বিক্ষোভ শুরু হয়। স্কুলে ভর্তির নামে অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদ করেও বিক্ষোভ দেখান অভিভাবকেরা। চার ঘণ্টা পর দলীয় লোকজন ও প্রশাসনের সহযোগিতায় তিনি স্কুল থেকে বের হয়ে যান। অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে প্রতিবেদন তৈরির জন্য ওই স্কুলে গিয়েছিলেন সাংবাদিকেরা।

কামাল মজুমদার হামলার কথা অস্বীকার করেন। বলেন, পূর্বনির্ধারিত সভায় যোগ দিতে তিনি স্কুলে গিয়েছিলেন। প্রত্যক্ষদর্শী এবং আহত ও লাঞ্ছিত সাংবাদিকেরা প্রথম আলোকে বলেন, ভর্তিতে বেশি টাকা নেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের ব্যাপারে প্রতিবেদন তৈরি করতে আরটিভির সাংবাদিক অপর্ণা সিংহ, জ্যেষ্ঠ ক্যামেরাম্যান সাইদ হায়দার ও স্থানীয় প্রতিনিধি ওসমান গণি ওই স্কুলে যান। অভিযোগের ব্যাপারে কর্তৃপক্ষের বক্তব্য জানতে তাঁরা স্কুলে ঢুকতে চাইলে বাধা দেওয়া হয়। প্রথমে নিরাপত্তাকর্মীর সঙ্গে তাঁদের বিতণ্ডা হয়।

একপর্যায়ে ভেতরে ঢুকলে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক হাত দিয়ে ক্যামেরা সরিয়ে দেন এবং তাঁদের ধাক্কাতে ধাক্কাতে প্রধান ফটকের বাইরে বের করে দেন। এর কিছুক্ষণ পরই কিছু যুবক নিয়ে প্রধান ফটকের সামনে গাড়ি নিয়ে উপস্থিত হন স্থানীয় সাংসদ ও স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি কামাল মজুমদার। গাড়ি থেকে নেমেই তিনি ও তাঁর সঙ্গে থাকা যুবকেরা তেড়ে এসে সাংবাদিকদের উদ্দেশে গালাগাল শুরু করেন। একপর্যায়ে কামাল মজুমদার নিজেই সাংবাদিক অপর্ণার হাতে মোচড় দিয়ে বুম (শব্দধারক) কেড়ে নিয়ে ছুড়ে ফেলেন। এতে হাতে গুরুতর আঘাত পান অপর্ণা।

খবর পেয়ে অপর একটি চ্যানেলের নারী সাংবাদিকসহ দুজন ঘটনাস্থলে উপস্থিত হলে তাঁদের সঙ্গেও দুর্ব্যবহার করেন সাংসদ। এ ঘটনার পর চলে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা সাংসদের গাড়ি আটকে দেয়। তিনি তখন গাড়িসহ স্কুলের ভেতরে ঢুকে পড়েন। স্থানীয় জনতা, শিক্ষার্থী ও অভিভাবকেরা স্কুলের প্রধান ফটকের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। হামলার শিকার অপর্ণা সিংহ প্রথম আলোকে বলেন, গাড়ি থেকে নেমেই অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন সাংসদ ও তাঁর সাঙ্গপাঙ্গরা।

তিনি তেড়ে আসতে আসতে সাঙ্গপাঙ্গদের বলছিলেন, ‘এদের গুলি কর। ’ কিছুক্ষণ পর বলছিলেন, ‘করুক রিপোর্ট। আমার কী করতে পারে দেখি। ’ অভিভাবকদের অভিযোগ: অভিভাবক ও শিক্ষার্থীরা বলেন, স্কুলে এ বছর থেকে দ্বিতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত পুরাতন শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে সরকার-নির্ধারিত সেশন ও ভর্তি ফি ছাড়াও ‘ডোনেশন’ (অনুদান) বাবদ দেড় থেকে সাড়ে তিন হাজার টাকা বেশি নেওয়া হচ্ছে। আর নতুন শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ২০ থেকে ২৭ হাজার টাকা।

স্কুলে সেশন ও ভর্তি ফি জমা দিয়ে রাজধানীর বিভিন্ন ব্যাংকের হিসাবে বাড়তি টাকা জমা দিতে হয়। কিন্তু এ জন্য স্কুল থেকে কোনো প্রাপ্তিস্বীকার রসিদ দেওয়া হয় না। এ ছাড়া ভর্তি পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের এক লাখ টাকা দিয়ে ভর্তি হতে হয়। এ সমস্যার কথা সাংবাদিকদের জানানোর পর তাঁরা প্রতিবেদন তৈরি করতে এসেছিলেন। অভিভাবকেরা জানান, এ ব্যাপারে কয়েকটি চ্যানেলে প্রতিবেদন দেখানোর পর স্কুলে সাংবাদিকদের প্রবেশ একপ্রকার নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।

সাংসদ ও শিক্ষকের বক্তব্য: স্কুলের ভেতরে সাংসদ কামাল মজুমদার সাংবাদিকদের প্রশ্নের জবাবে হামলা ও লাঞ্ছনার ঘটনা অস্বীকার করেন। তিনি বলেন, আপনারা শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় জনতার কাছে জিজ্ঞেস করতে পারেন। বিক্ষোভের কথাও অস্বীকার করেন তিনি। তড়িঘড়ি ঘটনাস্থলে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, স্কুলে পূর্বনির্ধারিত সভা ছিল। ডোনেশন নেওয়ার বিষয়ে জানতে চাইলে সাংসদ বলেন, ‘স্কুলের উন্নয়নের জন্য টাকা নেওয়া হচ্ছে।

’ প্রধান শিক্ষক ফরহাদ হোসেন ছবি না তুলতে ক্যামেরা সরিয়ে দেওয়ার কথা স্বীকার করে বলেন, সাংবাদিকেরাই দুর্ব্যবহার করেছেন। বক্তব্য না দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘কেন দেব না। এখানে গোপনীয়তার কিছু নেই। ’ সাংবাদিকেরা স্কুলে প্রবেশ করার পর সাংসদকে জানানো হয়েছিল বলে তিনি জানান। উত্তীর্ণ না হওয়া শিক্ষার্থীদের ভর্তির অভিযোগ অস্বীকার করেন প্রধান শিক্ষক।

তদন্ত কমিটি: মনিপুর স্কুলের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান-উর রশীদ এর আহ্বায়ক। কমিটির দুই সদস্য হলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সহিদুল ইসলাম এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক শফিকুর রহমান। নোমান-উর রশীদ প্রথম আলোকে বলেন, ‘কমিটি গঠনের পরই বিকেলে আমি বিদ্যালয়ে যাই। উপস্থিত সবার সঙ্গে কথা বলি।

আরটিভির সাংবাদিকের সঙ্গেও কথা বলি। আশা করছি, বুধবারের মধ্যে প্রাথমিকভাবে একটি প্রতিবেদন দিতে পারব। ’ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। বিভিন্ন সংগঠনের নিন্দা: সাংবাদিকদের ওপর সাংসদ ও তাঁর সাঙ্গপাঙ্গদের হামলা ও লাঞ্ছনার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কয়েকটি সংগঠন। তারা এ ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

সংগঠনগুলো হলো: ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ক্রাইম রিপোর্টার বহুমুখী সমবায় সমিতি, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, নারী সাংবাদিক কেন্দ্র ও কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। পাঠকের মন্তব্য  jasim patwary ২০১২.০১.০৪ ০৩:০৭ মাননীয় প্রধানমন্ত্রী এই সমস্ত সন্ত্রাসী দুর্নীতিবাজদের কারণেই আপনার সরকার এবং দল বিতর্কিত হচ্ছে। সাইফুর রহমান ২০১২.০১.০৪ ০৩:১২ এই লোক্ কে মিরপুরের মানুষ ২বার নির্বাচন করেছে! এই দেশের কোনো ভবিষ্যত নেই। Arifur Rahman Jyoty ২০১২.০১.০৪ ০৩:১৬ this is 100 percent visible about what happened! Shame on this politics. Shame on that MP. But again, nothing will happen to this MP. arif khan ২০১২.০১.০৪ ০৩:৩৬ now bangladesh is very bad. we are no happy to see this Aranay Chowdhury ২০১২.০১.০৪ ০৩:৪০ তিনি তেড়ে আসতে আসতে সাঙ্গপাঙ্গদের বলছিলেন, ‘এদের গুলি কর। ’ কিছুক্ষণ পর বলছিলেন, ‘করুক রিপোর্ট।

আমার কী করতে পারে দেখি। ’ --- Unfortunately, he is right!!! There isn't much we can do! masudur rahman ২০১২.০১.০৪ ০৩:৫২ এমপি নামধারী সন্ত্রাসী harry ২০১২.০১.০৪ ০৪:০৩ don't underestimate the power of media as I am watching the "proud activity" of the BD parliament member sitting in USA. How can you deny the video evidence ? Rafi uddin ২০১২.০১.০৪ ০৪:০৭ সাংবাদিকের উপর হামলা করে, এম পি সাহেব জঘন্য অপরাধ করেছেন । ছি ছি লজ্জা লজ্জা । ২০১২.০১.০৪ ০৪:১৬ Remember him for the next election. Dont elect him anymore. He is a disgrace to our society. Syed Abul Kalam Azad ২০১২.০১.০৪ ০৪:২১ Who voted these uncivilised people and sent them to the power?How dare they hit our journalists!!! mohammed D islam ২০১২.০১.০৪ ০৪:২৬ stop tuition fee, akhand mohammad ২০১২.০১.০৪ ০৪:২৭ কিছু দিন আগে পত্রিকায় দেখলাম ..এই ভদ্র লোক DCC MAYOR ইলেকসন করতে ইছুক !!! mohammad jamil ahmed ২০১২.০১.০৪ ০৪:৪২ this is AL MP. Shame for a nation. mohammad rahman ২০১২.০১.০৪ ০৪:৪৬ অনিয়নএিত নিয়মের মধ্যে গনতনএ বেয়াড়া হয়। নিয়নএিত নিয়মের মধ্যেই গনতনএ সুসংহত হয় !! abdul ২০১২.০১.০৪ ০৪:৫০ Honorable Prime Minister, please, kick out this "MP" from AL. Badal ২০১২.০১.০৪ ০৪:৫৫ What the member of parliament has done is wrong definitely. But what the reporters have done is not acceptable either. ( I doubt my comment will be displayed!!!) ২০১২.০১.০৪ ০৪:৫৮ এ না হলে সাংসদ ? Nazmul Huda Mollik ২০১২.০১.০৪ ০৪:৫৮ এটা বাঙ্গালীদের কপাল।

এই সাংসদ একদিন এর দোরজায় গিয়েই ভোট ভিক্ষা চাইবে। marzan ২০১২.০১.০৪ ০৫:০৬ মিরপুরের মানুষ সবসময়ই গুন্ডা-পান্ডা নিরবাচিত করে। ভাল মানুষ মিরপুরে ভাত পায়না। mohammad rahman ২০১২.০১.০৪ ০৫:০৮ গনতনএকে মচকে দিল গনতনএ পাহারাদারের পানজার আঘাত!!! Shekor ২০১২.০১.০৪ ০৫:০৯ সাংবাদিকরাও যা দেখাল......সর্বোপরি উভয় পক্ষের বিনয়ের অভাব ছিল। ২০১২.০১.০৪ ০৫:০৯ জটিল।

দেশটা চলছে এভাবেই। কোথাও কোন ন্যায় নীতি নেই। razib ২০১২.০১.০৪ ০৫:১৩ the journalist of RTV.... i SALUTE .... what a bravery.... SALUTE....SALUTE....SALUTE.... MUHAMMAD ২০১২.০১.০৪ ০৫:৩৪ এই কামাল মজুমদারইতো সরকারি সহযোগিতায় আহছানিয়া মিশনের জায়গা দখল করেছেন, আর এখন নারী সাংবাদিকের গায়ে হাত উঠালেন । ইংল্যান্ডের মত কোন সভ্য দেশে এমন হলে আজই উনাকে পুলিশ আটক করে থানায় নিয়ে যেত। সরকারি দল আওয়ামীলীগ উনাদেরকে এত দুর যেতে সাহসি করেছে।

md wali ullah ২০১২.০১.০৪ ০৫:৪১ I think it should be big punishment to the Kamal Ahmed, because he might be wrong shafi sum0n ২০১২.০১.০৪ ০৫:৪৫ corruption in education.............so sad noor alom ২০১২.০১.০৪ ০৬:০৩ খুব বেসি অবাক লাকছে ,কি ভলব খুজে পাচ্চিনা ,এতকিছুর পরে আমরা কি বলতে পারি আমরা মানুষ? Rezmin ২০১২.০১.০৪ ০৬:০৮ ভিডিও দেখে মনে হয়েছে প্রধান শিক্ষকের কথা ঠিক ,সাংবাদিকেরাই অযথা চিৎকার করে পরিবেশ অশান্ত করেন । MD.SHAFIUL AZAM ২০১২.০১.০৪ ০৬:২৪ আওয়ামী লীগের সাংসদের বেশীর ভাগের অবস্থা এই ...। কামাল মজুমদারের তো নাম মাত্র...। না হবে বিচার না হবে শাস্তি ২ দিন লেখালিখি তার পড় শেষ...? ২০১২.০১.০৪ ০৬:৩২ After watching the first 5 sec of this video, I think Mr MP should at least appologise to the journalist and the nation. A MP should behave better! Zaheed Hasan ২০১২.০১.০৪ ০৬:৫৪ মনিপুর স্কুলের তহবিলে যত টাকা জমা আছে সে পরিমাণ টাকা বাংলাদেশের অন্য স্কুলে নাই । সাংসদ কামাল মজুমদার মনিপুর স্কুলে ভর্তি ও স্কুল উন্নয়নের নামে অতিরিক্ত ২০,০০০/-টাকা আদায় করার জন্য স্কুল কর্তৃপক্ষকে আদেশ করেন ।

এই অতিরিক্ত টাকা আদায়ে কোন Receipt প্রদান করতেও বারণ করেন । স্কুল কমিটির কিছু সদস্য, শিক্ষক, অভিভাবক ও এলাকার সচেতন জনগণের কামালের অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলে । তাদের অনুরোধে মিডিয়ার সদস্যরা সত্যি যাচাই করতে আসে । সাংবাদিকের প্রশ্নে প্রধান শিক্ষক কামালকে ফোন করে অবস্থা মোকাবিলার জন্য আসতে বলে । আর কামালের এত টাকার কমিশন হাত ছাড়া হবে ভেবে পাগল হয়ে সাংবাদিকদের উপর চড়াও হয় ।

এ সরকার তার বিরুদ্ধে কোন একশন নিবে না । কারণ তিনি আওয়ামী লীগের বড় মাপের সন্ত্রাস হিসাবে প্রধানমন্ত্রী গুড বুকে রয়েছেন । তাই সবাই জেগে উঠুন । একমাত্র অভিভাবক শিক্ষক,সাধারণ জনগণ ও মিডিয়াই পারে তার অনৈতিক কার্যকলাপ বন্ধ করতে । Joglul ২০১২.০১.০৪ ০৬:৫৮ কি আর বলব দেখে মনে হয় খমতার অপবেবহার ! কখন কে তাহাদের বিচার করিবে ? ২০১২.০১.০৪ ০৭:৩৩ bad আব্দুল্লাহ্ আল মামুন খোশ্ নবীশ, প্যারাগুয়ে ২০১২.০১.০৪ ০৭:৩৪ ছিঃ ছিঃ ছিঃ..........।

জনাব কামাল আহমেদ মজুমদার এ ঘটনার পর তুমি মানুষের সামনে মুখ দেখাও কী করে? লজ্জা করেনা তোমার? mohammad rahman ২০১২.০১.০৪ ০৭:৪১ রাজনীতির সামন্ত প্রভু এরা। গনতনএের সিং হাসনে বসে নিজেদের মনে করেন রাজা ! ২০১২.০১.০৪ ০৭:৪১ unparliamentary behavior of a parliament member...... wonder how these kind of anti-social elements are chosen for a position to serve and represent the people to protect their rights....? Md Shah Alam ২০১২.০১.০৪ ০৭:৫৪ চোরের মন সবসময়ই পুলিশ পুলিশ থাকে। তাই তারা সাংবাদিক দেখলে যেকোনো উপায়ই তা এড়ানোর চেষ্টা করে। Sunny ২০১২.০১.০৪ ০৮:০২ The journalists are also not safe by AL M.P. Shame on Awamileague ! Mahtaf Hossain ২০১২.০১.০৪ ০৮:০৩ আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্র লীগ, এ-লীগ সে-লীগ-এর হামলা তো নতুন কিছু নয়, এটা তো তাদের `ডাল-ভাত' ব্যাপার। বিষয়টা সাধারণ জনগণ উপলব্ধি করতে পারলে হয়।

Shamiul ২০১২.০১.০৪ ০৮:০৬ Money! Money!money!!!! How much money our politician need? Rabbani Chowdhury ২০১২.০১.০৪ ০৮:১৪ এগুলি সবই আওয়ামী লীগ শাষনের নক্ষত্রের কাতারে থাক!!! syed borhan uddin ২০১২.০১.০৪ ০৮:২২ এটা কোথাই এসে পড়লামরে বাবা! mk alam ২০১২.০১.০৪ ০৮:২৪ what a digital bangladesh ? Mr kamal is a number one god father everybody knows that. syed Kamal mohammad Mukul ২০১২.০১.০৪ ০৮:৪৩ মন্তব্য নি:স পোয়োজন ! Shagota ২০১২.০১.০৪ ০৮:৪৩ দিনকাল ভাল যাচছেনা, থলের বিড়াল বেড়িয়ে পরছে, তাই মেজাজটা ভাল ছিল না। সাংবাদিকেরই দোষ! কেন যায় এসব খোজ খবর নিতে!!!!! Shagota ২০১২.০১.০৪ ০৮:৪৮ মহিলা সাংবাদিকের উপর হামলা!!! বিশ্বাস হয়না। M Rahman ২০১২.০১.০৪ ০৮:৫১ I feel proud to see the braveness of news reporter Oporna and others... I think this kind of honesty and braveness can save our country from those corrupted people and this is the right time to protect and prevent these minorities... Salute U Guys... We all are with you... Go ahead. ২০১২.০১.০৪ ০৮:৫৫ Very bad, MP did illigal work showed his power illigaly. what will the nation learn from them? Zakir Hossain ২০১২.০১.০৪ ০৮:৫৮ মিরপুরের এই এম পি তার কুকীর্তির জন্য সবার কাছেই পরিচিত; মজার কথা হল এরপর ও তার দল এই নোংরা লোকটিকে ছাড়া মনোনয়ন দেবার মত কাউকে খুঁজে পায় না। এর ছেলে খুনের মামলার আসামী, তার নিজের বিরুদ্ধে মানুষের অভিযোগের শেষ নেই! তার পর ও তারই হাতে মানুষের সেবা করার মত মহান দায়িত্ব অর্পিত ! কি অন্তহীন তামাশা !! Masum ২০১২.০১.০৪ ০৯:০২ Shame MP... syed Kamal mohammad Mukul ২০১২.০১.০৪ ০৯:০৩ ভিডিও দেখে মনে হল কেউ কারো থেকে ক্ ম নন । জানি এ মন্তব্য পকাশ করা হবে না ।

Md;Shafiqul islam ২০১২.০১.০৪ ০৯:০৫ কামাল মজুমদারের ঐ বড়তি টাকার ভাগ আছে তা না হলে সাংবাদিক দেখে কেন এমন করবে? Rezaul ২০১২.০১.০৪ ০৯:১৮ Very sad !!! Nafis A Haque ২০১২.০১.০৪ ০৯:২১ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের এ ঘটনায় দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই করার নাই । alamin ২০১২.০১.০৪ ০৯:২৫ নিরলজ্জ!!!!!!!! এরাই জদি সাংসদ হয় তবে জাতির কপালে কলংকের তিলক ই থাকবে!!!!!!!! মেহেদী হাসান ২০১২.০১.০৪ ০৯:২৯ কালকে আমি বড়ই আগ্রহ নিয়ে ওনার চ্যানেলে এই নিউজটা খোজ করছিলাম....কিন্তু যে টিভি মিরপুরের খবর সবচেয়ে বেশি প্রচার করে, তারা এইক্ষেত্রে একদম চুপ...। অন্যান্য জায়গায় দলীয়করন হচ্ছে ভালো কথা, কিন্তু মিডিয়ার দলীয়করন আসলেই ভয়ংকর..... যেমনটা দেখেছি তিতাস নদীতে বাঁধ দেওয়ার সংবাদ প্রচারের ক্ষেত্রে। Fawzia Nasrin ২০১২.০১.০৪ ০৯:৪১ ঢাকা-৫- এর এমপি হাবিবুর রহমান মোল্লার লোকজন উত্তর যাত্রাবাড়ী, বিবির বাগিচার সবুজ বিদ্যাপীঠ স্কুলে অবৈধভাবে অতিরিক্ত টাকা আদায় করছে। ওই স্কুলে বিনামূল্যের সব বই এখনো দেওয়া হয়নি।

বাংলাবাজারে পাওয়া যাচ্ছে বিনামূল্যের বই। ১ জানুয়ারি (পাঠ্যপুস্তক উৎসব সংক্রান্ত খবরে) সরকার নির্ধারিত সেশন ও ভর্তি ফি'র চেয়ে অতিরিক্ত টাকা আদায় নিয়ে আমি মন্তব্য করেছিলাম, কিন্তু প্রথম আলো সেটা ছাপেনি। রাজধানীসহ দেশের প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আওয়ামী লীগের এমপি ও তাদের লোকজনের কব্জায় চলে গেছে। এসব চাঁদাবাজি তারাই নিয়ন্ত্রণ করছে। কামাল মজুমদার শুধু সামান্য একটা উদাহরণ।

সারাদেশেই চলছে এই চাঁদাবাজি। Md.Mofizur Rahman ২০১২.০১.০৪ ০৯:৪৩ এই নির্লজ্জ জঘন্য কর্মের নিন্দা জানাই। Fawzia Nasrin ২০১২.০১.০৪ ০৯:৪৮ কামাল মজুমদারের কুখ্যাতি খুবই পুরোনো। Raju Hasan ২০১২.০১.০৪ ০৯:৪৯ তারেক জিয়ার দুর্নীতি কারনে বিএনপি যে ভাবে পচছে এবং ক্ষমতাহীন হয়েছে ঠিক আওয়মলীগের সবার দুর্নীতির কারনে এবার নিশ্চিত আওয়মলীগও হটবে। তবে দুঃখ, বাংলার মানুষের আর মুক্তি মিললোনা,ঘুরে ফিরে সেই একই কালো মানুষ কালো রাস্তা।

! হাইরে অভাগা জাতি কোথায় গিয়ে দাড়াবি তোরা ? Fawzia Nasrin ২০১২.০১.০৪ ০৯:৫২ সন্ত্রাসী, দুষ্ট, মন্দ, এসব লোক কেন আওয়ামী লীগে আদর-কদর পায়? Md. Lokman Uddin ২০১২.০১.০৪ ০৯:৫৩ কেউ ভাঙ্গেন তো কেউ জোড়া দেওয়ার চেষ্টা করেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু ভাঙ্গা জিনিষ জোড়া দিলে কি আগের মত হয় ? লাগলেও দাগ থেকে যায়। তবে সাংসদ কামাল মজুমদারের ভবিষত উজ্বল। উনার শক্তির উতস যে উনি নিজেই তা প্রমান করে দিয়েছেন।

দলে শক্তিমান লোকের জায়গা সবসময় প্রথমস্থরে থাকে !!! Razib Chowdhury ২০১২.০১.০৪ ০৯:৫৮ Kamal Mojomdar shown this power for getting nomination of city corporation election. The people of east Dhaka, think now, what is waiting for us………… Md. Sarif Sarker ২০১২.০১.০৪ ০৯:৫৮ এ ঘটনার জন্য আসলে আমাদেরই লজ্জা হওয়া উচিত। কারন আমরাই তো সেবা দেয়ার জন্য ওনাকে নির্বাচিত করেছি !সারা দেশে মিরপুর বাসীকে রজ্জায় ডুবালেন এই সংসদ। ঘৃনা জানাই এই অপকর্মের। Engineer Shahidul Islam ২০১২.০১.০৪ ০৯:৫৮ What’s new? asad ২০১২.০১.০৪ ১০:০২ এই হল ক্ষমতার দাপট !!!!!!!!!!!!!!!!!!! আমরাই আবার তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসাব । ২০১২.০১.০৪ ১০:০২ কে বলে কামাল মজুমদার অসুস্থ ! যেভাবে অপর্ণার হাতে ঝামটা দিয়ে মাইক্রোফোনটা ফেলে দিলো তাতে মোটেই মনে হয় নি সে দূর্বল অথর্ব।

একটা চরম অভদ্র লোক। Md. Morshed Alam ২০১২.০১.০৪ ১০:০৪ the DIRTY politician of BD. Zulfikar ২০১২.০১.০৪ ১০:০৬ মজুমদার ভিডিও করতে না দেওয়া কি কোন সমাধান? ডিজিটাল যুগে এনালগ চিন্তা (এখন মোবইল দিয়েও ভিডিও করা যায়, পরিস্থিতি তেমন হলে হিডেন ক্যামেরা ব্যবহার করা সম্ভব) কথা বলবেন না, সেই অধিকার আপনার আছে, কিন্তু সাংবাদিক পেটানোর অধিকার কে দিল? N. Hasan Razu ২০১২.০১.০৪ ১০:০৭ এ আর নতুন কি ? Kamal Khan ২০১২.০১.০৪ ১০:০৯ হায়রে ! Shamima Akrer ২০১২.০১.০৪ ১০:১৩ রাজনীতির বেশির ভাগ মানুষই অশিক্ষিত আর যারা শিক্ষিত তারা শুধুই শিক্ষিত Not সুশিক্ষিত-----জানি এ মন্তব্য পকাশ করা হবে না । Kamal ২০১২.০১.০৪ ১০:২২ বাংলাদেশের সব সাংবাদিক দের বলতে চাই আপনারা আর আধুনিক টেকনলজী ব্যাহার করেন গপন ভাবে। যেটা দারা গপোন কথাগুল রেকরড হয়। RUSSEL ২০১২.০১.০৪ ১০:২৬ আমরা কি উট পাখি ? Saydujjaman ২০১২.০১.০৪ ১০:২৭ Public খেপলে বুঝবেন জনগণ কি চিজ ।

কামাল মজুমদারের একটু হলেও বোধোদয় হওয়া উচিত । শিক্ষা নিয়ে দুর্নীতি চললে এই ভবিষ্যৎ প্রজন্ম কি হবে? ২০১২.০১.০৪ ১০:৩২ কুকুর এর কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়, তাহা নিয়ে সাংবাদিকদের এত মাথা ব্যথা কেন ?? Zakir Hossain ২০১২.০১.০৪ ১০:৫৩ কামাল মজুমদারদের বিচার হবে কবে ? জনগন এ ধরনের সন্ত্রাসীকে ভোট দিয়ে এমপি বানায় কেন ! ২০১২.০১.০৪ ১০:৫৪ এ ব্যপারে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া কি তা জানা গেল না৷ তার সাংসদদের কর্মকান্ডের দায়দায়িত্ব তো তার উপরও বর্তায়৷ M.A.HUDA Tokyo ২০১২.০১.০৪ ১০:৫৫ কামাল সাহেব আপনীও তো একটি বেসরকারী টিভি চ্যানেলের কর্ণদ্বার সাংবাদিকের প্রতি এই আচরণ কি ঠিক হল ? N. Hasan Razu ২০১২.০১.০৪ ১০:৫৬ ভাই, সাংবাদিকরা একটু চুপ থাকেন। যদি দেশ ও জাতি তথা জনসাধারনের ভাল চান এই লোকের দুর্নাম প্রচার করবেন না। এমন খবর প্রচার হতে থাকলে হলে এই লোক নিশ্চিত শিক্ষা মন্ত্রী হয়ে যাবে। তখন সত্যি এই লোক ক্যামেরা দেখলে গুলি করার ক্ষমতা রাখবে।

Hasan Masud ২০১২.০১.০৪ ১০:৫৭ আওয়ামীলীগের আগের আমলের যে কয়জন সাংসদ তাদের কুকৃর্তির জন্য আলোচিত সমালোচিত ছিলেন তার মধ্যে কামাল মজুমদার একজন । শুধু কামাল মজুমদার কেন তার গুনধর পুত্রের কু কৃর্তি ও সবার জানা। তার পরও আওয়ামীলীঘ এই গুনধর ব্যক্তিকেই নমিনেশন দিয়ে সাংসদ বানিয়েছে । ২০১২.০১.০৪ ১১:০৪ এই ধরনের সংসদ সদসসরাই পারটির এবং দেশের দুশমন । Mahbubul Hoque ২০১২.০১.০৪ ১১:০৪ এদেশের সাংসদরা তার নির্বাচনী এলাকাটাকে মনে করে তার তাল্লুক ৷ ভাবখানা এমন যেন নির্বাচনী এলাকাটা তাদের কাছে ইজারা দেওয়া হয়েছে৷ তারা যা খুশি তাই করতে পারবে এ ব্যপারে জনগন কোন কথা বলতে পারবে না৷ যে দেশে ছাত্র- ছাত্রী ভর্তি নিয়ে দুর্নীতি হয় টাকা-পয়সার খেলা চলে সে দেশের নীতিনির্ধারকদের মধ্যে যে পচন ধরেছে তাতে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নেই৷ যে সমস্ত ছাত্র ছাত্রীদের অতিরিক্ত টাকা দিয়ে ভর্তি হতে হলো তাদেরকে আমরা কি শিক্ষা দিলাম ? বড় হয়ে তারা কিভাবে নৈতিকতার চর্চা করবে, আমরাই বা কিভাবে তাদের কাছ থেকে নৈতিকতা আশা করবো ? কোন শিক্ষাপ্রতিষ্ঠানে সাংসদদের কর্তৃত্ত্ব থাকা উচিত নয়৷ যারা ভবিষ্যত প্রজন্মের কাছে যদি অনুকরণীয় না হতে পারেন তাহলে তাদের দিয়ে এ জাতির কি কল্যাণ হবে ? Shuvro Rahman ২০১২.০১.০৪ ১১:০৫ Bravo Kamall Majumder. You have shown that black will not take other hue. sharif ahmed ২০১২.০১.০৪ ১১:০৮ আমার জানা মতে ঢাকা শহরে যত নামি দামি স্কুল আছে সব খানে অতিরিক্ত টাকা আদায় করা হয় RTV শুধু মনিপুর স্কুলে গেল কেন ? ২০১২.০১.০৪ ১১:০৮ BAL poeple are involve with crime and BNP with corruption... i will ever-never support this BAL again... ২০১২.০১.০৪ ১২:০৫ এটা কোন নতুন বিষয় না, এর পর কাহিনী খুব সাধারন, এই তদন্ত কমিটি রিপোট করবে কামাল মজুমদার কে ফাসানো হচ্ছে, সাংবাদিকরা বেশ কিছু দিন ধরে রিপোট করবেন তার পর এক সময় সবাই সব ভুলে যাবে, ওই স্কুলের দুনীতি ও বন্ধ হবে না, সব আগের মত চলবে।

এরি নাম বাংলাদেশ যেই দেশ এ সব সম্ভব.. Md.Ibrahim ২০১২.০১.০৪ ১২:০৬ কামাল মজুমদার সাংবাদিকদের আগেও পিটিয়েছে এখনো পিটাচ্ছে আগামীতেও পিটাবে তার কিছুই হবেনা.....!!! Mustafiz Rahman ২০১২.০১.০৪ ১২:১০ দেশের বেশ কয়টি বিশববিদ্যালয় ছাএলীগের সনএাসের শিকার এবার সাংসদ কামাল মজুমদার মনিপুরী সকুলের ভরতি ফি নিয়ে যা করলেন তা যথারীতি ধামাচাপা পড়ে যাবে । অনধ দলীয় রাজনীতির নোংরামিতে জড়িয়েছাএলীগ ও কামাল মজুমদাররা শিক্ষা ব্যবসহাকে ধবংসের দিকে নিয়ে যাচেছ । Jahangir Khan ২০১২.০১.০৪ ১২:১১ কামাল মুজুমদারের কোন দোষ নেই । উনি উনার সভাব সুলভ আচরনটাই করেছেন । দোষ আমাদের মতো বেকুব আর হুজুগী মানুষের , যারা অন্ধভাবে ভোট দেই ...... Mamun Al Rashid ২০১২.০১.০৪ ১২:১৪ sharif ahmed, please shut your mouth and finger! Like you people are the problem crater! R.TV started with Monipur, you will see the next.. You may not have that much sence that, anything start from a single point only!!!! sattar khan ২০১২.০১.০৪ ১২:১৮ ভাসানী বিশ্ববিদ্যা্লইয়ে উন্নইয়ন ফির নামে বারতি টাকা আদায় ২০১২.০১.০৪ ১২:২৩ Definitely he is right as because prime minister would do nothing.All of them are same.Local people should punish this old lumpen lover boy who seduced Yasmin . ২০১২.০১.০৪ ১২:২৭ নতুন কিছু নয়, এরা আওয়ামী লীগ।

tonni ২০১২.০১.০৪ ১২:২৮ Dear PM, please select right people for right place. Tanvir ২০১২.০১.০৪ ১২:৩৩ এই অসভ্যটা এমপি হিসেবে নির্বাচিত হলো কিভাবে? সাংবাদিকদের উচিত ওর কুকর্ম দিয়ে ভরা অতীত ইতিহাস টেনে বের করা। এই এমপি একটি মেয়ের হাত ধরে মোচর মারে!!! আবার বলে "চুপ"!!! যারা এখানে সাংবাদিকদের দোষ দিচ্ছেন (@Rezmin) তাদের বলতে চাই একটি মেয়ে সাংবাদিকের হাত ধরে দিলো, তাদের ধমক দিলো, তাদের গুলি করতে চাইলো আর সাংবাদিকরা ঘোমটা দিয়ে বসে থাকবে? আপনারা নিজের বিবেকটাকে খেয়েছেন বলেই কামাল মজুমদাররা আপনাদের খাচ্ছে। Mustafiz Rahman ২০১২.০১.০৪ ১২:৩৫ নারী সাংবাদিকদের ওপর হামলা করে এমন ব্যক্তি বারবার আমাদের আইনপ্রণেতা হয়ে নিরবাচিত হয়ে আসে ! দোষ শুধু কামাল মজুমদারদের নয় আমরা যারা তাদের নিরবাচিত করি তারাও সমানভাবে দোষী । monir ২০১২.০১.০৪ ১২:৩৬ মিরপুরের সন্ত্রাসীসের প্রধান পৃষ্টপোষক হল এই কামাল মজুমদার। jakir hussain ২০১২.০১.০৪ ১২:৪৫ আরে আরে সবাই এতো আশ্চর্য হচ্ছেন কেন ? এটা কি আওয়ামী লীগের জন্য নতুন কোন ঘটনা নাকি ! মনে নেই ফেনীর টিপু সুলতানের কথা ! যার হাত পা জয়নাল হাজারী গুড়িয়ে দিয়েছিলো ? Hossain Rohan Amzad ২০১২.০১.০৪ ১২:৪৭ ওরে তোরা মানুষ হবি কবে?? এ সমস্ত সন্ত্রাসী দুর্নীতিবাজদের কারণেই সরকারের ভাবমূর্তি যেভাবে নষ্ট হচ্ছে তা কি সরকার বুঝে না ???? সরকারের শক্ত Step নেয়া খুব প্রয়েজন ।

Jakir Hossain ২০১২.০১.০৪ ১২:৫৪ মুখে মধু অন্তরে বিষ! ২০১২.০১.০৪ ১৩:০১ আমরা শালারাই এই শালাদের ভোট দিয়েছিলাম। আর এই শালারাই আমাদের দেশের সাংসদ চালায়। এই কুত্তার মুখে থু থু দেয়ার রুচি আমার নেই। তবে ওই শালার প্যান্ট খুলে পশ্চাদে থু থু দিতে পারলে আমার মাথা কিছুটা শান্ত হতো। সর্বশেষ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.