আমাদের কথা খুঁজে নিন

   

শেয়ার বাজার ধসের মূল কালপিট সরকারদলীয় সাংসদ আ হ ম মুস্তফা কামাল। (সি এম িস কামাল ওরফে চিটার কামাল)



চিটার কামাল হচ্ছে সি এম সি কামালের মালিক। যে প্রতিস্ঠানের মাঠে এখনও গরু চরে অর্থাৎ নামে একটি প্রতিস্ঠান শেয়ার বাজারে তালিকা ভুক্ত করে হাজার কোটি টাকা কামিয়ে নিয়েছে চিটার কামাল, আর নাম সর্বস্ব ঐ প্রতিস্ঠানের প্রতিটি শেয়ারের দাম ১০ টাকা ফেইস ভেলু হিসেবে ২০০ টকার মত অর্থাৎ ১০০ টাকার ফেইস ভেলু হিসেবে ২০০০ টকার, যা ছয় মাস আগেও ১০০ টাকা ফেইস ভেলু হিসেবে ২০০ টfকা দাম ছিল। আর নামে বেনামে হাজার হাজার শেয়ার তো রয়েছেই। আবার ১টা শেয়ারের বিপরিতে ২টা রাইট শেয়ার দিচ্ছে এবং প্রিমিয়াম নিচ্ছে প্রতি শেয়ারে ৭.৫০ টাকা করে। তাহলে একটু অনুমান করেন এক সি এম সি কামাল দিয়ে কত হাজার কোটি টাকা কামিয়ে নিয়েছে চিটার কামাল। আবার নতুন খেলা শুরু করেছেন যার আলামত এই উক্তিঃ সূচক সাড়ে তিন বা চার হাজার পয়েন্ট পর্যন্ত না নামলে কেউ না কেউ ক্ষতিগ্রস্ত হবে। কারণ পুঁজিবাজার অন্য বাজারের মতো না। এখানে একজনের লাভই অন্যজনের লোকসান।" আমার প্রশ্ন ৫বৎসর আগের বাজার আর ২০১১ সনের বাজার কি এক..........বিনিয়োগকারী বেড়েছে......মার্কেটে কম্পানী সংখ্যা বেরেছে....কম্পানীগুলো দিন দিন উন্নতি করেছে..........সূচক অবশ্যই বড়বে...শেয়ারের দাম বারবে.............আর চিটার কামাল সুচক সাড়ে তিন বা চার হাজার পয়েন্ট পর্যন্ত নামাতে চায়................তার মানে ওরা কম দামে আবার শেয়ার কিনবে ১২০০০ সূচকে নিয়ে বিক্রয় করবে. আবার সাধারন বিনীয়োগ কারীদের সর্বশান্ত বানাবে.............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.