আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের বিপজ্জনক কয়েকটি এয়ারপোর্ট

বিশ্বের বিপজ্জনক কয়েকটি এয়ারপোর্ট : ১.প্রিন্সেস জুলিয়ানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (সেন্ট মার্টিন): পূর্ব ক্যারীবিয় দ্বীপপুঞ্জের ২য় ব্যাস্ততম এয়ারপোর্ট। বিখ্যাত হচ্ছে এর শর্ট ল্যান্ডিং স্ট্রিপ এর জন্য। বড় বিমান গুলি মাহো বিচের ট্যুরিস্টদের মাত্র ১০-২০ মিটার উপর দিয়ে উড়ে গেলেও আজ পর্যন্ত কোন দূর্ঘটনায় পড়েনি। নিচের ছবিগুলো ফেক মনে হলেও বাস্তব। ২.জুয়াঞ্চো র্যাজস্কুইন এয়ারপোর্ট(সাবা): ক্যারীবিয় দ্বীপপুঞ্জ সাবার একমাত্র এয়ারপোর্ট।

বিমান বিশেষজ্ঞদের কাছে এটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক এয়ারপোর্টগুলোর একটি। ছোট দ্বীপ সাবার তুলনামূলক বড় অংশই দখল করে আছে এটি। রানওয়ের দুই প্রান্তে ক্রস মার্ক দিয়ে বোঝানো হয়েছে এটি বাণিজ্যিক বিমানের জন্য বন্ধ। বিপজ্জনক হওয়ার কারণ হচ্ছে এর একপাশে উচু পাহাড় আর তিন পাশে গভীর সমুদ্র। ৩. কোর্কেভেল, ফ্রান্সঃ কোর্কেভেল হচ্ছে ফ্রান্সের আল্পস পর্বতের পাদদেশে বিখ্যাত স্কি এরিয়া।

এর রানওয়ে মাত্র ৫২৫ মিটার লম্বা। এই জন্য এটিকে ১৮.৫ ডিগ্রী ঢালু করে বানানো হয়েছে যাতে উড্ডয়নের সময় পর্যাপ্ত গতি তুলতে পারে। বিখ্যাত ছবি “টুমোরো নেভার ডাইস” এর উদ্বোধনী দৃশ্যেই এটিকে দেখানো হয়েছে। আজ পর্যন্ত কোন দূর্ঘটনায় পড়েনি। ৪. গুস্তাফ III এয়ারপোর্ট, সেন্ট বার্টঃ ক্যারীবিয় দ্বীপপুঞ্জ সেন্ট বার্থলেমের একমাত্র এয়ারপোর্ট।

দ্বীপ এবং এয়ারপোর্ট দুটোই সুইডিশ রাজা গুস্তাফ III এর নামে নামকরণ করা হয়েছে যার নেতৃত্বে ১৭৮৫ সালে ফ্রান্সের কাছ থেকে দ্বীপ টি সুইডেন নিজের অধিকারে নিয়ে নেয়। পরে আবার ১৮৭৮ সালে দ্বীপ টি ফ্রান্সের কাছে বিক্রি করে দেয় সুইডেন। বিপজ্জনক হওয়ার কারণ হচ্ছে ঊচু পাহাড়ের দিক থেকে এখানে ল্যান্ড করতে হয়। তবে এখানে শুধু ছোট বিমান ল্যান্ড করে। ৫. বারা এয়ারপোর্ট,স্কটল্যান্ডঃ বারা এয়ারপোর্ট পৃথিবীর একমাত্র এয়ারপোর্ট যেখানে প্লেন বীচের বালুর উপর ল্যান্ড করে।

প্রতিদিন জোয়ারের সময় একবার বীচটি ধুয়ে যায়। রাতে পাইলটের দৃষ্টি আকর্ষণ করার জন্য গাড়ী পার্ক করে লাইট জ্বালিয়ে রাখা হয়। এয়ারপোর্টটি প্রাকৃতিক ভাবে তৈরী। গ্লাসগো এয়ারপোর্ট থেকে ব্রিটিশ এয়ারওয়েজ এর বিমান নিয়ে এখানে যাওয়া যায়। ৬.ম্যাডেরিয়া এয়ারপোর্ট, পর্তুগালঃ এয়ারপোর্ট টি এর ভৌগলিক অবস্থানের জন্য পরিচিত।

এর একপাশে ঊচু পাহাড় আর তিন পাশে গভীর সমুদ্র। এর আর্কিটেকচারাল ভিউ এবং ডিজাইন পৃথিবীর সমস্ত এয়ারপোর্ট গুলোর মধ্যে অন্যতম। ৭.লুকলা এয়ারপোর্ট, নেপালঃ এটার ব্যাপারে আর কিছু বলবোনা, ছবি দেখে বুঝে নিন। পোস্টের সব কিছুই ইন্টারনেট থেকে সংগৃহীত।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.