আমাদের কথা খুঁজে নিন

   

ফজীলত প্রতিদিনের দো’আ ও ব্যাবহারিক সুন্নাত।

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়,অতি দয়ালু। মানবজাতি তার জীবনের সকল ক্ষেত্রে একমাত্র রাব্বুল আলামিন আল্লাহ্‌র দরবারেই মাথা নিচু করবে, বিপদ আপদ, বালা-মুসিবত হতে নিজের মুক্তি ও ধনদৌলত, মান-ইজ্জত, সন্তানসন্ততি সম্পর্কীয় যে কোন নেক ইচ্ছা পূরণ করার জন্য কেবলমাত্র আল্লাহ্‌র কাছে আবেদন নিবেদন করবে। বস্তুতঃ আল্লাহ্‌ তায়ালা এটাই চান । আমরা আল্লাহ্‌র বান্দা তারই দুয়ারে পড়ে থাকি, সুখের দিনে তাঁর নেয়ামতের শুক্‌রিয়া আদায় করি, দুঃখের দিনে তারই দয়া ও করুণা ভিক্ষা করি। আর এটাই হচ্ছে আল্লাহ্‌র রেজামন্দী লাভের প্রধান সোপান ।

দোআ, ইস্তিগফার, ফরিয়াদ, আবেদন-নিবেদন তথা নিজের দীনতা প্রকাশ করে বান্দারা আল্লাহ্‌র রহমত লাভ করে, পাপীরা পাপমুক্ত হয় আর নেককারদের মর্যাদা আরও উন্নত হয় । এক কথায়, দোআর বরকতে আমরা দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করতে পারি । আল্লাহ্‌ তা’আল বলেন - শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। “সুতরাং তোমরা আমাকে স্মরণ কর, আমিও তোমাদের স্মরণ রাখবো এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ কর; অকৃতজ্ঞ হয়ো না”। - সূরা আল বাক্বারাহ, আয়াত ১৫২ ।

আল্লাহ্‌র কত বড় নেয়ামত, আল্লাহ্‌ আমাদের স্মরণ করবেন (সুবাহান আল্লাহ্‌ ) । তাই আমাদের উচিৎ আল্লাহ্‌র দেওয়া নেয়ামতের কৃতজ্ঞতা জানাবার জন্য, আরও বেশী নেয়ামত লাভ করার জন্য, রোগ শোক ও অন্য অন্য সকল কিছু থেকে নিরাপদ থাকার জন্য, সকল অবস্থায় আল্লাহ্‌র স্মরণে থাকার জন্য, আল্লাহকে স্মরণ করা । প্রত্যেকটা কাজ করার সময় নির্দিষ্ট দোআ পড়ার অর্থ আল্লাহকে স্মরণ করা আর আল্লাহকে স্মরণ করাই হল আল্লাহ্‌র স্মরণে থাকা, আর যিনি আল্লাহ্‌র স্মরণে তিনিই কামিয়াব সফলকাম। মানুষের জীবনকে সঠিকভাবে পরিচালনার জন্যে আল্লাহ্‌ তা’আলার ঘোষিত ফরজ এবং ওয়াজিব বিধানের সাথে সাথে হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কর্মময় জীবনের বিভিন্ন বিষয়ের প্রাসাঙ্গিক ও ব্যবহারিক সুন্নাত বা কর্মনীতিগুলো মুসলমান তথা গোটা মানবজাতির জন্য সুন্দর, সুশৃঙ্খল ও রুচিশীল জীবন যাপনের ক্ষেত্রে একমাত্র অনুসরণীয় এবং অনুকরণীয় পাথেয় । যিনি ছিলেন আজীবন মানবজাতির কল্যাণকামী ও আল্লাহ্‌ তা’আলার বিধানের বাস্তব নমুনা ।

তাই কখন কিভাবে আল্লাহ্‌কে স্মরণ করতে হবে, কি কাজ আল্লাহ্‌র পছন্দনীয় বা কোনটি অপছন্দ সবকিছু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ভাবে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ্‌ তা’আলাকে স্মরণ করার জন্য পবিত্র কোরআনে ঘোষিত এবং নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেখানো দোআগুলো যেমন অর্থবোধক, তেমনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যবহারিক সুন্নাত বা কর্মগুলো ও অতিব তাৎপর্যপূর্ণ। আসুন আমরা সবাই নবীজি হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অনুসরণ ও অনুকরণ করে সর্ব অবস্থায় আল্লাহ্‌র স্মরণে থেকে দুনিয়া ও আখেরাতের কামিয়াবি অর্জন করি । আয় আল্লাহ্‌ আমাদের সঠিক ভাবে আমল করার তৌফিক দান করুন – আমিন ........ চলবে ......... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।