আমাদের কথা খুঁজে নিন

   

চতুর্মুখি কারনে খেলা দেখা পন্ড !!!

আমি একজন অতি সাধারন বাংলাদেশের নাগরিক যে সপ্ন দেখে একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশের । গতকাল ৩১/০৩/২০১৩ টিভিতে খেলা চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যে । T20 ম্যাচ খুব আয়েশ করে ১ গামলা মুড়ি নিয়ে বসেছি খেলা দেখতে । ভাবছিলাম আরামসে খেলা দেখবো কিন্তু হায় বিধি আমার বাম । চতুর্মুখি বিরক্তির নির্মম ফাঁদে পড়ে আমার খেলা দেখায় ১২ টা বেজেছে ।

প্রথমত, টসে জিতে বাংলাদেশ ফিল্ডিং করার স্বিদ্ধান্ত নিল , এতটুকু পর্যন্ত ঠিক আছে কিন্তু তার পর ? একে একে চলতে থাকলো বাজে ফিল্ডিং এর মহড়া এবং বোওলারদের যাচ্ছেতাই বোলিং । শ্রীলংকার রান বারতে থাকলো হু হু করে । মেজাজের সহ্য খমতা তখনো চূরান্ত পর্যায়ে পৌছেনি । দ্বিতীয়ত, একে একে এলবিডব্লিও এর আবেদন । আম্পায়ার মহাশয়রাযেনো আজ পন করে নেমেছেন বাংলাদেশ আবেদন করলে তারা আজ স্টাচু অব লিবার্টির শ্রীলংকিয় ভার্সন হবেন ফলাফল বার বার তাদের এক হাত ডানে বামে এবং দুই হাত সজোরে উপর দিকে উঠলেও এক হাত আর উপরে উঠেনা ।

মেজাজ টার অবস্থা তখন ৫০/৫০ ধৈর্য্যর বাধ এখনো ভাঙ্গেনি । তৃতীয়ত, মাছরাঙ্গা টেলিভিশন । মুখ দিয়া গালি আইতাসে কিন্তু বিবেকের তারনায় দিতে পারতাসিনা । আমার রাগ, রাগনিক্তি থাকলে তখন তা ৯০ এ গিয়া পৌছাইতো । আরে আমার মাছরাঙ্গা টেলিভিশন নাটকের সময় আনলিমিটেড বিজ্ঞাপন দেস ঠিক আছে ।

কিন্তু তাই বইলা খেলার মধ্যে আনলিমিটেড বিজ্ঞাপন দেখাইয়া আমাদের লগে তামাশা না এইটা সহ্য করা যায়না । ধৈর্য্যর বাধ ভাংলো বলে । চতুর্থত, আমার পরিবার এর শ্রদ্ধেও মহিলাগন । তাদের জালায় আমার খেলা দেখার ১২ টা খুব জোরে শুরেই বাজলো । সবই আমার কপাল জানিনা এদের মাথা থেইকা স্টার জলচা , স্টার পেলাছ এর ভূত কবে মাথা থেইকা নামবো ।

মেজাজ আমার পুরা হানড্রেড এ হানড্রেড ১০০ তে ১০০ । মনটা কইছিল টিভি ভাইঙ্গা গলায় ঝুলায়া থুইতে । মাগার পারলামনা । এ আমার শত জনমের আফসোস । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.