আমাদের কথা খুঁজে নিন

   

আসুন সবাই স্বর্গে যাই।

অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা। স্বর্গ কিংবা জান্নাত যেটাই বলুন না ক্যানো জায়গা একটাই, অনেকটা এ রকম "যার নাম লাউ তারই নাম কদু। "। যাইহোক, স্বর্গে যেতে কার না মন চায় ? পাহাড় সম পাপ করলেও মনে মনে একটা কথা আসে "উপরওলা অনেক মহান, দয়াবান, যদি একটু মেহেরবানি করতেন, বেশী না একটু ......." তবে এখন আর সেই অনিশ্চয়তার মধ্যে থাকতে হবে না , এসে গেছে নতুন অভিনব পদ্ধতি, স্বর্গ এখন আপনার নিশ্চিত, লাইফ টাইম হলিডে কাটাবেন সেখানে। উফ চিন্তা করতেই কেমন লাগছে, গা কি শিউরে উঠছে? স্বর্গে যাবার জন্য আপনাকে কতকগুলো ধাপ অতিক্রম করতে হবে, চিন্তার কোনই কারণ নেই, ধাপগুলো অনেক সহজ - ১মঃ- পয়লা কাজ হইল আপানরে জামাত নামক এক রাজনৈতিক দলের সদস্য পদ নিতে হবে।

\ ২য়ঃ- জামাতের হরতালে পিকেটিং করার জন্য বের হতে হবে। ৩য়ঃ- শুধু পিকেটিং করলেই হবে না !, নিরপরাধ পুলিশের উদ্দেশ্যে বোমা মারতে হবে। ৪থঃ- অতঃপর পুলিশ গুলি করলে তা বুক পেতে নিতে হবে, (অর্থাৎ আপনার অবজেক্টিভ মৃত্যু বরণ করা জামাতের মিশিলে) ৫মঃ- স্বর্গের দারোয়ানকে বলবেন "মামা, আমি কট্টর জামাত পন্থি, গেট খুইল্লা দেন। " ব্যাস স্বর্গ বাসি। ইদানিং একটা সমস্যা দেখা যাচ্ছে, সমস্যাটা হল ইদানিং স্বর্গের দারোয়ান একটু ঘাউরা হয়ে গেছে।

ইদানিং একটু বেশী বাংলাদেশী স্বর্গে যাচ্ছে তাই দারয়ানের মনে সন্দেহ জাগছে। সন্দেহ জাগাটা প্রসঙ্গিক মনে করছি কারণ আমরা বেশ কয়াকবার দুর্নীতিতে বিশ্ব কাপ এনেছি। দারয়ানের এক কথা "কোনো নাস্তিক ব্লগার এবং শাহাবাগি যেন জামাতের সদ্য বেসে যেন স্বর্গে ধুকতে না পারে। " চিন্তার কোনই কারণ নাই এরও সমাধান আছে- এর জন্য আপনাকে পয়ালা যেতে হবে মাননীয় বিরোধীদলীয় নেত্রী এবং একমাত্র আস্তিকতার সনদপত্র প্রদানকারি বেগুন কালেদা জিয়া। সে আপনাকে একটি যন্ত্রে ঢুকিয়ে মন্ত্র পড়ে আপনার মনের কথা যেনে আপনাকে একটি সনদপত্র দিবে যাহাতে লেখা থাকবে "এই বালক/বালিকাটি ব্লগ লিখে না, শাহাবাগ যায় না ইত্যাদি ইত্যাদি তাই সে এক জন আস্তিক।

................ স্বাক্ষর। ব্যাস স্বর্গের দারোয়ানকে এই সনদপত্র দেখিয়ে দিলেই আপনি স্বর্গে। সুতরাং আর দেরি না করেই কাল স্বর্গের টিকিট কেটে ফেলুন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.