আমাদের কথা খুঁজে নিন

   

কোন নামেতে ডাকি?

যে ব্যথা দেয়,তারও তো ব্যথা থাকতে পারে-মাটির ময়না আমি যে কবিতার খুব ভক্ত তা না........কিন্তু সেদিন একটা ম্যাগাজিনে একটা কবিতা পড়ে খুব ভালো লেগে গেল।আপনাদের সাথে কবিতাটা শেয়ার করছি............... দূরের থেকেও অনেক দূরে অনেক আকাশ উড়ে উড়ে ক্লান্ত পাখির শুরু হল বাঁচা যখন পেলাম তোমার মনের খাঁচা মুক্তিতে নেই কোন অবকাশ স্বল্প জীবান অসীম মহাকাশ! একজীবনেসহটা কি যায় ওড়া? তোমার হাতেই রাখছি ডানাজোড়া। জানলা দিয়ে এখন শুধুই দেখি, দিগন্ত ঐ ছড়িয়ে আছে,-একি! আকাশ তো নয়!-এ তোমারি দু'চোখ নীলের মতই অসীম এবং অমোঘ। বন্দি হয়ে থাকার ভীষণ সুখ, সেই আনন্দে ভরল আমার বুক। তোমার চোখেই রাখো আমায় ভরে। মরে যাওয়া রোদটুকুকে ধরে, গলা সোনায় দাওনা মুড়ে ডানা, স্বপ্ন দেখায় নেই তো কোন মানা! দিলেই না হয় স্বপ্ন মেঘের পাল, রামধনুতে ছড়াও রঙিন জাল । সীমার মাঝে অসীমেরই আভাষ ! তুমি খাঁচা ! নাকি খোলা আকাশ ! দ্বন্দ্বে-ছন্দে দুলছে যে মন পাখি, এখন তোমায় কোন নামেতে ডাকি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.