আমাদের কথা খুঁজে নিন

   

বুয়েটে ছাত্র মারধর, দুজনকে আজীবন বহিষ্কার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক ছাত্রকে মারধরের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগের দুই কর্মীকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযুক্ত আরেক ছাত্রকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার বোর্ড অব রেসিডেন্ট অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকের পর বুয়েটের সহ-উপাচার্য হাবিবুর রহমান এ তথ্য জানান। তিনি আরও জানান, কাল মঙ্গলবার থেকে বুয়েটের সব প্রশাসনিক কাজকর্ম চলবে।

বহিষ্কার হওয়া ছাত্ররা হলেন সুজিত সাহা ও সাইফুল্লাহ শিকদার। তাঁরা ম্যাটেরিয়াল অ্যান্ড মেটালার্জিক্যাল বিভাগের অষ্টম ব্যাচের ছাত্র ছিলেন। অভিযুক্ত আরেক ছাত্র আরিফ রায়হানের বিরুদ্ধে প্রমাণ না পাওয়ায় তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। আজ দুপুর ১২টার দিকে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়।

বৈঠক শুরু হওয়ার কথা ছিল বিকেল তিনটায়। কিন্তু সহ-উপাচার্য ভবনের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় শিক্ষকেরা নিরাপত্তাহীনতায় ভুগেন। পরে ছাত্ররা মূল ফটকের সামনে সরে গেলে বিকেল পাঁচটার দিকে বৈঠক শুরু হয়। র্যাগ ডে উপলক্ষে গত বুধবার ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থীরা কনসার্টের আয়োজন করেন। সেখানে সুজিতসহ আরও কয়েকজন ছাত্র সামনের দিকে যেতে চান।

তখন ষষ্ঠ ব্যাচের ছাত্ররা তাঁদের বাধা দেন। এ সময় তাঁদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এ ঘটনার রেশ ধরে গত শনিবার দুপুরের দিকে তৌসিফ আহমেদকে তাঁর হলের কক্ষ থেকে বের করে সুজিতসহ কয়েকজন পেটান। এতে তাঁর হাত ভেঙে যায় ও পা থেতলে যায়। সে স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন।

এ ঘটনার প্রতিবাদে ও জড়িতদের বহিষ্কারের দাবিতে বুয়েটের প্রায় হাজার খানের শিক্ষার্থী ওইদিন বিকেলে বিক্ষোভ করেন। তাঁরা সহ-উপাচার্য হাবিবুর রহমান ও ছাত্রকল্যাণ পরিষদের পরিচালক আমিনুল ইসলামকে বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত অবরুদ্ধ করে রাখেন। পরে আজকের সভায় ছাত্রদের বহিষ্কারের সিদ্ধান্ত হয়। সূত্র: প্রথম আলো ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.