আমাদের কথা খুঁজে নিন

   

সবগুলোর মাঝে যেন কেবল আনন্দ আর আনন্দ!!!!!

wanna know and show everything I can...... দিনগুলো খুব সুন্দর ছিলো। সারা রাত স্বপ্ন দেখতাম নতুন বই হাতে নেওয়ার জন্য। সময় গুনতাম কখন আসবে সেই ক্ষণ। একসময় হাতে নেওয়া হয় নতুন নতুন ঝকঝকে বাহারি রঙের বইগুলো। কিন্তু মাঝখানে ছোট্ট একটা কোনায় লুকানো থাকতো সামান্য/বড় রকমের অতৃপ্তি!! কারন সবাইকে একটি না একটি পুরনো পুরনো বই হাতে দেওয়া হতো।

বাসায় লাফাইতে লাফাইতে ফেরা হয়। বইগুলোর নাড়িভূড়ি সব দেখা হয়। কি আছে নতুন বইয়ে। সে কি আনদ!!! রকমারি ছবি, রকমারি কবিতা, রকমারি গল্প!!! কিন্তু উল্টানো হয়না পুরানো বইটি। যেন সেই কোন এক সৎ ভাইয়ের মতো (সৎ ভাইটি কেবল আক্ষরিক অর্থে ব্যবহার)।

সেই পুরানো বইটি আর খোলা হয়না। যদিও পড়তে হয় বলে পড়া। স্কুলে বইটি নেওয়া লাগে বলে ব্যাগের মধ্যে ভরে নিয়ে যাওয়া। কিন্তু সেখানে কোন আনন্দ নেই। আনন্দটা তখনি চলে আসে, যখন মা/বাবা বাজার থেকে সেই পুরানো বইয়ের একটা নতুন কপি নি্যে আসেন।

সে যে কি আনন্দ। যেন বাবা/মাই আমার সবচেয়ে ভালো মানুষ এই দুনিয়ায়। বাবার কাছ থেকে বইয়ের কভার দেওয়ার ডাল পেয়ে সংগে সংগে বইগুলো খুব সুন্দর করে মুড়িয়ে নেওয়া। সবগুলোর মাঝে যেন কেবল আনন্দ আর আনন্দ!!!!!  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।