আমাদের কথা খুঁজে নিন

   

আরফিন নিয়াজের জন্যে লিখলাম।

পারলে নিজেকে ইকারাকাস বানিয়ে ... অনেকটা বাধ্য হয়ে এ পোষ্ট। যা ঘটেছে : ১) আরফিন নিয়াজ এর পোষ্ট : Click This Link ২) কর্ন এর মন্তব্য : তুই সহ তর চোদ্দ গুষ্টি রাজাকার আরফিন ভাইয়ের জন্যে আমার খুব খারাপ লাগছিল। তাই বাধ্য হয়ে লিখেছি : ৩) ভাই কর্ন, আমি প্রত্যক্ষ থেকে ঠিক যেমন শুনেছি তেমন লিখছি- "হাসিনা মাগীতে ওর বাহের গোয়া দিয়া বাইরইছিল, আর হেই জাল এহন আমগোরে গোয়া ফাইরা বুজাইতাছে" -জনৈক বাস ড্রাইভার। লোকাল বাস, কাচা বাজার,রিকশাচালক,ক্ষুদে ব্যবসায়ী ও আরো অনেক পেশার লোক যখন ত্যক্ত বিরক্ত হয়ে মুখ ফুটে বলে ফেলে এ জাতিয় কথা তখন আমার ও কস্ট লাগে। কিন্তু কোন উপায় নেই।

এটাই আসলে চুড়ান্ত সত্য। আপনি গোবরে নাকি ঘাটে নাকি বেডরুমে অথবা হাসপাতলে যেখানেই জন্মে থাকুন না কেন, তা দিয়ে আপনাকে আমরা জানছি না, জানছি আপনার বর্তমান সময়ের আচরন, লেখার মাধ্যমে। অতি মাননীয় হাসিনা যা করছে এ দেশ আর ১৬ কোটি জনতা নিয়ে, সার্বিক চিন্তা করলে ঐ বাস ড্রাইভারকে আমি অন্তত কোন ভাবেই তাকে অপরাধী হিসেবে মেনে নিতে পারি না। জয় বাংলা স্লোগানটি আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাঙালীর অন্যতম প্রধান পরিচয় ছিল। আমি যেভাবে চিন্তা করি ষে হিসেবে এটা ছিল একমাত্র উচ্চারন যা প্রতিটি মুহুর্তেই নতুন করে লড়তে উৎসাহ যুগিয়েছিল।

বিএনপি নেতা নোমান হয়তো তার বর্তমান অবস্থার প্রেক্ষাপটে মিথ্যে বলেছেন, কিন্তু আপনি সচেতন সুষ্ঠু মস্তিষ্কের মানুষ হয়ে এমন প্রকাশ্যভাবে এরকম নমনীয় লেখার লেখককে যে গালি দিলেন তা কি বিচারে নোমানের চাইতে কম করলেন? বরং সে হিসেবে ঐ বাসের ড্রাইভারকে স্যালুট দেয়া উচিৎ তার হঠাৎ গর্জে ওঠা নিখাদ আবেগের জন্যে। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।