আমাদের কথা খুঁজে নিন

   

কুত্তার বাচ্চা বাংলালিংক।

সোনার হরিনের পেছনে ছুটছি। আমি আজ প্রায় পাঁচ বছর ধরে একটা বাংলালিংক সংযোগ ব্যবহার করি। কয়দিন আগে আমার নাম্বারে একটা SMS আসে। SMS এ লেখা ছিল আপনি ১০০% বোনাস পেতে চাইলে reg লিখে ৭৩২৪ SMS করেন। আমি তাই করছি।

১০০ টাকা বোনাসও পাইছি। কিন্তু আজ আমার মোবাইলে ৬৫ টাকা ছিল। আমি অনেক বার দেখেছি। তারপর একটা কল করছি। কিন্তু কত টাকা কাটছে তা আর দেখি নাই।

কতক্ষন পর মোবাইলে ব্যলেস্ন দেখতে গিয়ে আকাশ থেকে পড়লাম। দেখি আমার মোবাইলে অনলি ৭ টাকা আসে। সন্ধ্যার পর আমি বাংলালিংকের ইমারজেন্সি নাম্বারে কল করলাম। আমাকে কয়েক বার তাদের সেই বাজনা শোনাতে লাগল তারা। আবার বলে আপনার কল আমাদের কাছে গুরুত্বপূর্ণ কিছুক্ষন অপেক্ষা করুন আপনার কলটি কাস্টমার কেয়ারের একজন Executive কাছে ট্যান্সফার করা হবে।

এই বলে বলে আমার বাকি ৭ টাকাও শেষ করে দিছে । কিন্তু আমি Executive সাথে কথা বলতে পারি নাই। এই হলো বাংলালিংকের কার্যক্রম। আমার মেজাজ এত খারাপ হইছে যে আমি ওদের সংযোগ পেলে ইচ্ছা মত গালি দিতাম। শেষমেষ রাগ না ধামাতে পেরে আপনাদের সবার সাথে এই কথাগুলো শেয়ার করলাম।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.