আমাদের কথা খুঁজে নিন

   

রানা যদি কুত্তার বাচ্চা অথবা শুয়োরের বাচ্চা হয় তবে মুরাদ জং ও সেই কুত্তার বাচ্চা অথবা শুয়োরের বাচ্চার সহযোগী।

দিনের শেষে আমরা সবাই একা... ''অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তৃণ সমদহে।'' পুলিশের খাতায় রানা পলাতক (যদিও আমি মনে করি তাকে লুকিয়ে রাখা হয়েছে অথবা দেশের বাইরে চলে যেতে সাহায্য করা হয়েছে); কিন্তু রানাকে পালিয়ে যেতে সহযোগিতা অথবা লুকিয়ে রাখার কারণে এমপি মুরাদ জং কে কেন গ্রেফতার করা হচ্ছে না? রানা যদি কুত্তার বাচ্চা অথবা শুয়োরের বাচ্চা হয় তবে মুরাদ জং ও সেই কুত্তার বাচ্চা অথবা শুয়োরের বাচ্চার সহযোগী। এবার চলেন একটু অংক করি। প্রতিজন মানুষকে পরোক্ষভাবে (ধরে নিলাম) হত্যা করার কারণে যদি রানা এবং গার্মেন্টস মালিকদের প্রত্যেকের ৬ মাস (মিনিমাম ধরে নিলাম) করেও জেল হয় তবে ৪০০ (ধরে নিলাম) মানুষ হত্যার কারণে তাদের টোটাল জেল হওয়া উচিত কমপক্ষে ৪০০x৬ মাস=২০০ বছর; মৃতের সংখ্যা বাড়ার সাথে সাথে যা আনুপাতিক হারে বাড়বে। তাহলে রানাকে সহযোগিতা করার কারণে মুরাদ জং এর কতবছর জেল হওয়া উচিত? রানার অর্ধেক হলেও তো ১০০ বছর। একজন ১০০ বছর সাজা পাওয়া উচিত আসামীকে গ্রেফতার করে শাস্তির আওতায় এনে সরকার কি দৃষ্টান্ত স্থাপন করতে পারে না? পাদটিকাঃ হিসাবগুলো একান্তই আমার নিজের উর্বর (পড়ুন অনুর্বর) মস্তিষ্কের চিন্তার ফসল। কেউ অথবা সবাই আমার এই চিন্তার সাথে একমত হবেন আমি এমনটি আশা করছি না।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.