আমাদের কথা খুঁজে নিন

   

দেশপ্রেমিকের এখন ঘুমানির সময়।

ব-দ্বীপ মানে বদ্‌ দের দ্বীপ না কিন্তু। দয়া করে কেউ ভুল বুঝবেন না। যদিও বাংলাদেশের অবস্থা দেখে ভুল বোঝা স্বাভাবিক। স্যার আমি দেশপ্রেমিক বলতেছি। --কে? জামাত শিবির? না স্যার আমি দেশপ্রেমিক, রবির এড দেখেন নাই? --রবির মায়েরে খালা, আগে ক রবি স্বাধীনতার স্বপক্ষ শক্তি না বিপক্ষ শক্তি।

হেইডাতো জানি না স্যার তয় দেশপ্রেমিক হইলে রাজাকার আলবদরের দালাল হইবো কেমনে? --ঘুরায়া পেচায়া কথা কস কেন? সোজা কইরা ক তুই কেডা?আর কেন ফোন দিছস স্যার আমাগো বাড়ির সামনে সন্ত্রাসিগো হামলায় এক জন বেহুশ হইয়া গেছে। --কি জামাত শিবিরের তান্ডবে একজন বেহুশ? নাশকতা একদমই বরদাশত করা হইবে না, আমরা এক্ষুনি আসতেছি না স্যার, জামাতের লাইগা না,বিকাশ...। --বিকাশ????হিন্দু? সংখ্যালঘু নির্যাতন?ওহ মাই গড, এই স্বাধীন দেশে এদের বেচে থাকার অধিকার নাই, সাম্প্রদায়িক সম্প্রিতি বিনস্টকারিদের দেখা মাত্র গুলি করা হবে। না স্যার হিন্দু না, বিকাশ দিয়া টাকা পাঠাইতে গিয়া ছিন্তাকারির কবলে পরছে, হেরা সরকারি দলের চিহ্নিত সন্ত্রাসি। --কি কইলি তুই?সরকারি দলে সন্ত্রাসি? তুই কি যুদ্ধপরাধের বিচার চাস? হ স্যার চাই।

--তুই স্বাধীনতার চেতনায় বিশ্বাসি? হ স্যার। --তাইলে ভাইবা ল এইডা উত্তেজিত জনতার কাজ। আর বেশি বুঝলে যা, যায়া রবির এড কর। মোরালঃ এলা ঘুম দেও দেশপ্রেমিক সাবেরা। তুমাগো এখন ঘুমানির সময়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.