আমাদের কথা খুঁজে নিন

   

১৭তম আঞ্চলিক রোভার মুট

লেখা-লেখির মাধ্যমে দেশ ও জাতির জন্য কিছু করার মানসিকতা আছে। টানা দুই তিন দিন কাজ করার পর রাতে হলে এসে পড়তে বসলাম। কিন্তু পড়ায় মন নেই। বার বার মনে হতে লাগল ওরা সবকিছু ঠিকঠাক মত করতে পারছে তো? বার কয়েক ফোন করার পর জানতে পারলাম সবকিছু ঠিক হয়েছে। রাতে ভাল ঘুম না হওয়ায় সকালে ঘুম ভাঙল বন্ধু তানিমের ফোনে।

তানিম জিজ্ঞেস করল তোমার কি ঘুম ভেঙেছে? বললাম হাঁ। তাহলে একবার টি এস সি'র দিকে আস আমরা তো যাত্রা শুরু করবো। বললাম আচ্ছা আসছি। মজার বলবো না দু:খের বলবো বুঝতে পারছি না। ঐদিন আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল।

দিনটি হল ২৬ ডিসেম্বর। পরীক্ষা শেষ করে রাত ১১টায় গাজীপুর রোভার পল্লীতে পৌছলাম। ২৭ তারিখ সকাল থেকে শুরু হল প্রোগ্রাম আর পোগ্রাম। অনেক কষ্ট করে কনকনে শীতের মাঝে ৫টা দিন কাটিয়ে দিলাম তাঁবুতে। ৩১ ডিসেম্বর সকাল ৬টায় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে হলে ফিরলাম কারণ আজও আমার পরীক্ষা ছিল।

অনেক মজা হয়েছে মুটে। কিন্তু আমার পরীক্ষা???????????????????????????????????????????????? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।