আমাদের কথা খুঁজে নিন

   

ই-প্রথমআলো'র ঝাপসা করা বিজ্ঞাপনগুলো স্পষ্ট দেখুন!

...আমার নিজের কথা.... বাংলাদেশের অনলাইন পাঠকদের কাছে প্রথমআলোর ওয়েবসাইট বেশ জনপ্রিয়। প্রথমআলোর ওয়েবসাইট আবার দুটো। একটা প্রথমআলো পত্রিকার ওয়েব ভার্শন। অন্যটি হুবহু কাগজের সংবাদপত্রটিই অনলাইনে দেখা যায়। যা ই-প্রথমআলো নামে পরিচিত।

ই-প্রথমআলোর সুবিধা হল সংবাদের সাথে সাথে বিজ্ঞাপনগুলো ও দেখা যায়। তবে সব না, যেসব বিজ্ঞাপনদাতা ওয়েবের জন্য আলাদা চার্জ প্রদান করেন শুধুমাত্র তাদেরগুলো দেখানো হয় আর বাকিগুলো ঝাপসা করে দেওয়া হয়। আজ আপনাদের শেখাব কিভাবে এই ঝাপসা বিজ্ঞাপন আপনি স্পষ্ট দেখবেন। আপনাকে যা করতে হবে তা হল নিচের লাইনটির মত করে ব্রাউজারের এড্রেসবারে পেষ্ট করতে হবে। "http://www.eprothomalo.com/contents/2011/2011_12_16/bigPages/2011_12_16_3.jpg" লাইনটি একটু খেয়াল করে দেখুন।

এখানে একদম শেষের অর্থাৎ '3' সংখাটি হল পৃষ্ঠা নাম্বার। আর বাকিগুলো বুঝতেই পারছেন তারিখ। এখন আপনি যেই তারিখের যত নাম্বার পেজটি সম্পূর্ন দেখতে চান তা উপরের লাইনের মত করে লিখে ব্রাউজারের এড্রেসবারে পেষ্ট করলেই হবে। যেমন উপরের লাইনটি যদি আপনি হুবহু পেষ্ট করেন তাহলে ১৬ই ডিসেম্বর ২০১১ সালের পত্রিকার ৩নং পাতাটি সম্পূর্ন দেখতে পাবেন। বি: দ্র:- এই লেখাটি আমার কম্পিউটার ও ইলেক্ট্রনিক্স সাইটে ও আছে।

ভিজিট করার আমন্ত্রন রইল। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।