আমাদের কথা খুঁজে নিন

   

বছরে চার দফায় বাড়লো জ্বালানি তেলের দাম

চলতি বছর চার বার সরকারি ঘোষণার মাধ্যমে জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার। বৃহস্পতিবার জ্বালানি তেলের দাম পাঁচ টাকা বাড়ানোর আগে গত ১১ই নভেম্বর জ্বালানি তেলের দাম পাঁচ টাকা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায় সরকার। এর আগে ১৮ই সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। তারও আগে ৬ই মে জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। বছরের শুরুতে ডিজেলের দাম ছিল অকটেন ৭৭ টাকা, পেট্রোল ৭৪ টাকা, ডিজেল ৪৪ টাকা, ফার্নেস অয়েল ৪২ টাকা। কিন্তু বর্তমানে তা বাড়িয়ে দাঁড়িয়েছে প্রতি লিটার ডিজেল ৬১ টাকা, কেরোসিন ৬১ টাকা, অকটেন ৯৪ টাকা, পেট্রোল ৯১ টাকা ও ফার্নেস অয়েলের বিক্রয়মূল্য ৬০ টাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।