আমাদের কথা খুঁজে নিন

   

আবৃত্তি: বিষণ্নিনা

নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই ১ বিষণ্ণিনা, নৈশব্দের ডাকে কি ঘুম দেশে গেলে কি পেয়েছ তুমি একা উচাটন গান চাঁদ হলুদ ঝাপসা মেঘে ঢেকে গেল আসমান, ভাঙা শিরিষ কাঠের ভায়োলিন বুকে চেপে বেত ফলের চোখে বেহালবাদক বসে আছে। ন্যাপকিনে জ্যোৎস্না মুছে ফেল্টের মত গাছের সবুজে, শিশিরের মত বিষণ্ণিনা ঘুম ভেঙে ফের ঘুম যায় ২ বেহালার সূর ছিড়ে খান খান হয় জ্যোৎস্না করুন চোখে রাতের আঁচলে লুকিয়ে অপেক্ষায় একা বেহালার সূর ছিড়ে খান খান হয় জ্যোৎস্না করুন চোখে রাতের আঁচলে লুকিয়ে অপেক্ষায় একা বিষণ্ণিনা ঘুমের ভেতর হাত বাড়ায় বেহালার তার জড়িয়ে যায় শীতল আঙুলে নিরন্তর পাহারায় থাকে তুষার পাহাড় পড়ে থাকে বিষণ্নিনা একা অন্তরায় চাঁদ । -------- কবিতার পোস্ট: বিষণ্নিনা যন্ত্রসঙ্গীত: ভায়োলিন -- ড্রাফট ১.০ / বিল্ট-ইন মাইকে ধারণকৃত ২য় অংশটি মেহবুবার কাছ থেকে পাওয়া

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।