আমাদের কথা খুঁজে নিন

   

রক্তমুখে গর্জন তোলা সময়ের প্রেম-নীল মন্দির এর কীর্তন

এই যুগের কৃষ্ণ অসুস্থ সময়ের ভস্ম মেশিনের নিঃশ্বাসে প্রেমে কাতর রাধা আমার বিষাক্ত হৃদয় হাতে তোমার কাছে বুঝিনা তোমার কোন ধাঁধা জানি শুধু আমরা বহুদুরে মরে বেচে থেকেও অবশেষে দুজনার কঙ্কালে একসাথে বাঁধা এই যুগের কৃষ্ণ ফার্মগেটের ওভারব্রীজে কালোদেহ অন্ধকার থেকে বাড়িয়ে দেয়া হাতের ছুরি অথবা ভিক্ষার থালা আর জীবনের ছাইভস্ম এই বৃন্দাবনের শতশত বিলবোর্ডে জিরো ফিগারের রাধার হাতে সাবান বলে "দেহের ময়লা ধুইলে যাই মনের ময়লা ধোয়া " আর কতশত গোপগোপিনী আর স্বয়ং কৃষ্ণ যার পার্সোনাল ফটোগ্রাফার সেই বিলবোর্ডের খুটি গেড়ে শিবের মন্ত্রে, শুধু মন্ত্রে " ব্যাবসায় পড়ে " শপিং মলে আর নিউমার্কেটে সব ব্যাবসা শেষ হলে যখন এত সব অসুস্থ কার্বনে হৃদয় ভরে আমাদের পোষ্টমর্ডান সময়ের বিশাল বিশাল গার্মেন্টস ফ্যাক্টারীর বিশাল চিমিনি দিয়ে ভীষণ ভুতুড়ে কালোদেহ নিয়ে বেরিয়ে এসে বুড়িগঙ্গার ওপারের বৃন্দাবনে যাওয়ার জীবন তরীতে ভেসে যেতে যেতে একে অপরের হাত ধরে শেষমেষ আমরা যে যার জীবনের চুড়ান্ত নায়ক অথবা নায়িকা এই যুগের কৃষ্ণ অসুস্থ সময়ের ভস্ম তার রোগে অসুস্থ এই সময় এই যুগের রাধা সময়ের হ্যান্ডকাপে আর চুরিতে বাঁধা শুধু পণ্য শুধু পণ্য সে শুধু পণ্য আমার প্রিয়া তার হৃদয়ের প্রেম যদি রোগ হয়ে যায় আজ রাতে সেই রোগে বিষাক্ত কৃষ্ণের মরা দেহে কংসের ধারালো বর্শার মত নেমে আসে অসুস্থ সময় আর সময়ের এভিনিউএ রাধা কৃষ্ণ একে অপরকে বধ করে কংসের হাতে তাদের গর্ভজাত শিশুর মত এই ফ্লাইওভারে ভেসে যাওয়া কলিকালের বৃন্দাবনে তুলে দিয়ে যায় রক্তমুখে গর্জন তোলা সময়ের প্রেম-নীল মন্দির  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.