আমাদের কথা খুঁজে নিন

   

এবার খেলনা ট্রেন করবে রেস্টুরেন্টের ওয়েটারের কাজ!

চিরদিনই তোমারই তো থাকব! চেক প্রজাতন্ত্রের একটি যাত্রীবাহী ট্রেনের রেস্টুরেন্ট কারে খেতে আসা যাত্রীদের কাছে খেলনা ট্রেনের ট্র্যাকের মাধ্যমে চমত্কার উপায়ে খাবার ও পানীয় পৌঁছে দেওয়া হচ্ছে। ব্যাপারটি খুব সাধারণ। ট্রেনের রেস্টুরেন্ট কারের রান্নাঘরকে একটি ছোট রেল ট্র্যাকের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে রেস্টুরেন্টের প্রতিটি টেবিলের সঙ্গে। এ জন্য ব্যবহার করা হচ্ছে খেলনা ট্রেন ও প্লাস্টিকের তৈরি ট্র্যাক। পুরো নেটওয়ার্কটি অবশ্য পরিচালিত হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে।

রেস্টুরেন্টের টেবিলে বসে আপনি কেবল বোতাম টিপে জানিয়ে দেবেন আপনি কী খেতে চান। সঙ্গে সঙ্গে সেই সংকেত পৌঁছে যাবে রান্নাঘরে। রান্নাঘরে দায়িত্বপ্রাপ্ত কর্মী প্রয়োজনীয় খাবার ও কোমল পানীয় কিংবা চা কফি তৈরি করে তুলে দেবে খেলনা ট্রেনের ওপর। সেই ট্রেন খাবার ও পানীয় নিয়ে ঠিক ঠিক পৌঁছে যাবে সংশ্লিষ্ট যাত্রীর কাছে! এটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, খাবার ও পানীয় নিয়ে কোনো ওয়েটার আপনার কাছে আসবে না। খাবার ও পানীয় নিজেই আপনার কাছে চলে আসবে।

এতে সময়ও অনেক বাঁচবে। ভিডিও দেখুনঃ Click This Link বিস্তারিতঃ Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.