আমাদের কথা খুঁজে নিন

   

Quadrantid উল্কা বৃস্টি।

তৈরী হন নতুন বছরের প্রথম মহাজাগতিক বৃস্টি দেখার জন্য, জানুয়ারী 3 এবং 4 2012, সূর্য ওঠার আগে 3 ঘন্টা এই বৃস্টি দেখতে পাবেন । এই বছরে এই বৃস্টি খুব ভাল দেখা যাবে,যদিও আকাশে অর্ধ চঁন্দ্র (waxing gibbous Moon) থাকবে। অনেকে একে বুটিস মন্ডলের উল্কা বৃস্টি বলে,আসলে তা নয় এর বিকিরন (radiant point) কেন্দ্র বুটিস মন্ডলের কাছে থাকে বলে একে এই মন্ডলের উল্কা বৃস্টি বলে। এটি আসলে লুপ্ত (defunct) মন্ডল Quadrans Muralis। এটি 19 শতকে জ্যেতির্বিদ Quadrans Muralis,একে আবিস্কার করেন।

পরবর্তীতে 1922 সালে আন্তজার্তিক জ্যেতির্বদ্যা সংস্হা (IAU) আকাশের 88 টি মন্ডলের নতুন তালিকা তৈরীর সময় এই ম্ডলটি বাদ দিয়ে দেয়। এবং পরে এই মন্ডলে উল্কা বৃস্টি দেখা যাবার পরে একে বুটিস মন্ডলের সাথে যুক্ত করে, Mural Quadrant মন্ডল থেকে এই বৃস্টি হয়। এই মন্ডলটি হারকিউলিস মন্ডলের হারকিউলিসের ডান পা এবং বুটিসের বাম হাতের পাশে এর অবস্হান এই সম্পর্কে আরো জানতে খোজ করুন (used to occupy this region of sky.)। এই উল্কা গুলোকে উজ্জল নীল রংয়ের দেখা যায় এর মধ্যে কিছু আছে এত উজ্জল হয় যে চলে যাবার পরে ও কিছু সময় পর্যন্ত এর আলোর রেশ থাকে। এগুলো ঘন্টায় 25.5 মাইল প্রতি সেকেন্ডে বায়ু মন্ডলে প্রবেশ করে।

এই বৃস্টি পৃথিবীর কাছে অবস্হিত গ্রহানু 2003 EH এর রেখে যাওয়া ভগ্নাশং থেকে সৃস্ট। এবার ঘন্টায় প্রায় 60-65 টি উল্কা দেখতে পাবেন একদম অন্ধকার স্হান থেকে দেখলে এই সংখ্যা আরো বাড়বে। আকাশে চাঁদ থাকলেও সম্যসা হবে না চাঁদ মোটামুটি দিগন্তের উপর থাকবে। ভোর রাত 3 টার সময় পূর্ব আকাশের দিকে তাকালেই বুটিস মন্ডলকে দেখতে পাবেন। রেডী হোন বছরের প্রথম মহাজাগতিক বৃস্টি দেখার জন্য।

ম্যাপ:গুগল। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.