আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের দেশপ্রমের আবেগ কে পুজি করে আরেকটি ধান্দাবাজির ব্যবসা।

“টিপাইমুখ বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপের জন্য দরকার ১ লক্ষ সাইন” বাটপারি কাহাকে বলে ? পাবলিকের মাথায় কাঠালভাঙার যত উপায় আছে তার মধ্যে এইটা মনে হয় লেটেস্ট। জাতিসংঘের হস্তক্ষেপ ?? জাতিসংঘের একক কোন ক্ষমতা নেই। জাতিসংঘে কথা হয় G2G লেভেলে, মানে সরকার টু সরকার লেভেলে। বাংলাদেশ সরকারই কেবল আর্জি জানাতে পারে। জাতিসঙ্ঘ সুধুমাত্র সদস্য দেশের মিটিং এ ভোটাভুটিতে সিদ্ধান্ত হয়।

জাতিসঙ্ঘ কখনোই এইধরনের অদ্ভুত জিনিস চায়নি। একটা বোকাও বুঝবে পার্সোনাল তথ্য নিয়ে জাতিসংঘের কোন কাজ নেই। এইটার একটা ফিশিং স্ক্যাম হওয়ার সমূহ সম্ভাবনা। আপনার আই ডি হয় হ্যাক হবে নয়তো আপনার ইউজার প্রোফাইলের তথ্যাদি বিক্রি করে মোটামুটি বড় অংকের টাকা কামাবে এর নেপথ্যে থাকা লোকজন। কিছু দিন আগে ভারতে বাটপারদের ফাদে প্রায় দুইলাখ Facebook মেম্বার তাদের ID হারিয়েছিল।

সবগুলো সংবাদপত্রে এই খবরটা এসেছিল। ফেসবুকের থার্ড পার্টি আপ্লিকেশনের অসাবধান ব্যবহার খুবই বিপদজনক। যারা ইতিমধ্যে ফেসবুকে অ্যাক্সেস দিয়ে ফেলেছেন, তারা চাইলে প্রাইভেসী সেটিংস থেকে অ্যাপলিকেশন টি বাদ দিয়ে দিতে পারেন ধরা খাওয়ার আগেই। এই সাইটটা একটা মার্কিন ভিত্তিক অনলাইন বাটপার। Change.org হেডলাইনে চতুরতার সাথে বড় করে United Nation লেখছে. Name, Address এর ঘর গুলো দেখলেই বোঝাযায়, State – তারপর Other country ড্রপডাউন লিস্টে Bangladesh. অর্থাৎ আমাদের দেশের জন্য তৈরি না, আন্তর্জাতিক বাটপার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।