আমাদের কথা খুঁজে নিন

   

উইন্ডোস অ্যাক্টিভেটর (এক্সপি,ভিস্তা এবং ৭)

আজকে শেয়ার করছি আমার সংগ্রহে থাকা কিছু উইন্ডোস অ্যাক্টিভেটর। উইন্ডোস অপারেটিং সিস্টেমের মধ্যে শুধু এক্স পি অ্যাক্টিভেট না করলেও চলে আপডেট শুধু বন্ধ রাখতে হয়। কিন্তু ভিস্তা বা ৭ এ তা না করলে ৩ বা ৩০ দিন শুধু চালানো যায়। তাই এক্ষেত্রে অ্যাক্টিভেট কপিটা করা জরুরী। আর অ্যাক্টিভেট করলে মাইক্রসফটের আপডেটও পাওয়া যায়।

আমি এর মধ্যে উইন্ডোস ভিস্তা ও উইন্ডোস ৭ এ ক্র্যাক ইউস করে সফল হয়েছিলাম। উইন্ডোস ৭ এ ভালোই আপডেট নিত আর উইন্ডোস ভিস্তা আপডেট করার সময় পাই নাই কারণ অল্প কিছু দিন পরেই আবার উইন্ডোস ৭ এ ফেরত আসছিলাম। আর এক্স পি এর ক্র্যাক্টা ইউস করে দেখা হয় নাই। আশা করি আপনারা সফল হবেন। উইন্ডোস এক্স পি (sp1 & sp2) উইন্ডোস ভিস্তা (Ultimate,Business,Home ৩২ এবং ৬৪ বিট) অথবা এটাও দেখতে পারেন ভিস্তা +৭ অ্যাক্টিভেটর উইন্ডোস ৭ (সকল ভার্সন ৩২ এবং ৬৪ বিট) যদি দুর্ঘটনাক্রমে মনিটর স্ক্রীণ অন্ধকার হয়ে Windows is not genuine দেখায় তাহলে নীচের ফাইলগুলো উইন্ডোস এক্স পি এর জন্য WGAPluginInstall উইন্ডোস ৭ এ RemoveWAT.2.2.5.zip ইন্সটল করে পিসি রিস্টার্ট দিন মামলা খাল্লাস! সবথেকে ভালো হয় অরিজিনাল ওএস ব্যাবহার করা।

সেটা টাকা দিয়েই কিনতে হবে এমন না। ইঞ্জিনিয়ারিং(প্রকৌশল) বা ম্যাথ এর ছাত্ররা Microsoft এর MSDNA অফারে ফ্রী এক্সপি,ভিস্তা অথবা ৭ লাইসেন্স কপি চালাতে পারবেন। এছাড়াও আর কিছু সফট ও ইউস করতে পারবেন। আর অফারে কোয়ালিফাই না করলে কোন বন্ধুর (কোয়ালিফাইড) কাছ থেকে সংরহ অন্য কারো কাছ থেকে কম দামে বা কিনতে পারেন। যেমন আমি NSU এর এক ছাত্রের কাছ থেকে ভিস্তা কিনে চালাচ্ছি।

সবাইকে ধন্যবাদ এবং আজকের জন্য বিদায়। লেখাটি প্রথমে আমার ব্লগ মাহমুদুল১৯.কম এ প্রকাশিত আপনারা নিমন্ত্রিত থুক্কু ! আমন্ত্রিত।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.