আমাদের কথা খুঁজে নিন

   

...জায়গার সমস্যা নিয়ে আইনী পরামর্শ দরকার...

১৯৪৩ সালে এক লোক (সাবালক) তার নাবালক ভাইয়ের সম্পত্তিসহ সব সম্পত্তি বিক্রি করে দেয়। ক্রেতার নামে জ্ায়গা রেজিষ্টি ও হয়ে যায়। এ অব¯হায় চলতে চলতে ১৯৫৫ সালে পি.এস জরিপে নাবালকের সম্পত্তি ফিরিয়ে দেয়। এবং ক্রেতা নাবালকের নামেই খাজনা জমা দিত ১৯৫৫ সালের পর থেকে। কিন্তু বি.এস জরিপ ও নাবালকের নামে হয়।

১৯৯৫ সালে নাবালক লোকটা মারা যাবার পর তার ওয়ারিশগন উক্ত সম্পত্তির দাবি করে থাকে। এক পর্যায়ে সমস্ত ডকুমেন্ট পর্যালোচনা করে উকিল সহিত বৈঠকের পর তা ওয়ারিশনের নামেই দখল বুঝিয়ে দেয়া হয়। বর্তমানে নাবালকের ওয়ারিশগন উক্ত জায়গা অন্য লোকের কাছে বিক্রি করে দেয় এবং যাবতীয় ডকুমেন্ট (রেজিষ্টি,মিউটেশন,নামজারি) ক্রেতার নামে হয়ে যায় ও দখল বুঝে নেয়। এখন,১৯৪৩ সালে যার কাছে জায়গা বিক্রি করছিল ওই লোকটা আদালতে নামজারির মামলা করে,যাতে বিবাদী করা হয় নাবালকের ওয়ারিশগণের নামে। এমতাবস্তায়,নাবালকের ওয়ারিশগন যাদের কাছে জায়গাটা বিক্রি করছে,তাদের ভূমিকাটা কি হবে??? বি:দ্র: সব কিছু গুছিয়ে লিখতে পারিনি দয়া করে কোন আইনী পরামর্শ থাকলে জানাবেন অথবা মুঠোফোনের নাম্বারটা দিবেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।