আমাদের কথা খুঁজে নিন

   

শেখ হাসিনা এখন আয়রন লেডি......

জানতে ভালোবাসি,...তাই প্রশ্ন করি... হাহা.......হাহা......শেখ হাসিনা এখন আয়রন লেডি!!!! আর যাই হোক বিদেশিরা নামটা জব্বর দিছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন আয়রন লেডি। আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের দুই গবেষক তাদের গবেষণাপত্রে শেখ হাসিনাকে এ খেতাব দিয়েছেন। গবেষকদ্বয়ের দৃষ্টিতে অন্য আয়রন লেডিরা হলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, আর্জেন্টিনার প্রেসিডেন্ট ফার্নান্দেজ ক্রিচনার ও জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। বিশ্বের ২২টি প্রতিষ্ঠিত গণতান্ত্রিক দেশকে বিবেচনায় নিয়ে এ গবেষণা করা হয়। যার মধ্যে বাংলাদেশও রয়েছে।

দুই গবেষক মিখাইল ও সারাহ তাদের ৪৮ পৃষ্ঠার গবেষণাপত্রের এ ফলাফলে জানিয়েছেন, ২২টি দেশের ১৯৭০ থেকে ২০০০ সাল পর্যন্ত জাতীয় নিরাপত্তা বিষয়ক কর্মকাণ্ড পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে তারা এ ফলাফল প্রকাশ করেছেন। বাংলাদেশ অংশের গবেষণায় বলা হয়, এখানে সংসদে ১৯৯৫ সালে নারী সদস্যের হার ছিল মাত্র ৪.৮ শতাংশ, এখন সেই হার বেড়ে দাঁড়িয়েছে ১৮.৩ শতাংশ। কিন্তু গবেষণায় দেখা যাচ্ছে, নারী সদস্য বৃদ্ধির এ সময়ে দেশগুলোতে ‘রাজনৈতিক সহিংস আচরণের’ বিষয়ে সংসদের নীরবতাও পাল্লা দিয়ে বেড়েছে। গবেষণা অনুযায়ী চারজন নারীনেত্রী হিলারি ক্লিনটন : সন্ত্রাসে মদত দেয়ার অভিযোগে পাকিস্তানকে মোকাবিলা করছেন, আফগানিস্তানে সেনা বাড়ানোর পক্ষে ভূমিকা রাখছেন। হিলারিই প্রথম নেতা, যিনি গাদ্দাফিকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, তার বিরুদ্ধে যুদ্ধের কথাও ভাবা হচ্ছে।

শেখ হাসিনা : ভারতের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গেরিলাদের বিরুদ্ধে ভারত সরকারের যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। বিশেষ করে তিন দশক ধরে যুদ্ধরত আসামের গেরিলাদের নাস্তানাবুদ করে ছেড়েছেন। ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি ক্রিচনার : ফকল্যান্ড দ্বীপ ইস্যুতে মার্গারেট আমলের মতো লড়াই পুনরায় শুরু করেছেন ক্রিচনার। তিনি ব্রিটেন নিয়ন্ত্রিত দ্বীপটিকে আর্জেন্টিনার অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করেছেন। অ্যাঞ্জেলা মার্কেল : আফগানিস্তানে জার্মান সামরিক উপস্থিতির পক্ষে দেশের রাজনৈতিক মহলের বিরোধিতার মুখেও অটল রয়েছেন।

সূত্রঃ Click This Link আর আমি দিলাম ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।