আমাদের কথা খুঁজে নিন

   

সমালোচনামূলক একটি পোস্ট মুছে দেয়া - জয়তু হে ব্লগের কর্তাব্যক্তিরা।

কিছু নিজের লেখা আর কিছু নেট থেকে ঘষামাজ়া করা, কেউ অন্য কোথাও লিখতে চাইলে প্লিজ জানাবেন © মানুষ প্রশংসা পেতে ভালোবাসে। আর এ প্রসংশা মনে হয় সবচেয়ে বেশী পেতে চায় যারা নিজেকে কান্ডারি আর কর্তা মনে করে। এই দেখুননা, আমাদের মহান ক্ষমতাবান রাজনীতিবিদরা। এতটুকু সমালোচনা সহ্য করার ক্ষমতা নেই, নিষ্ঠুর ভাবে ব্লগের মত প্রকাশর মুক্ত মন্চকে গলা টিপে খুন করতে চায়। ব্লগ যদি কোনো মানুষ হয় আর সেই মানুষ যদি মহান অধিপতিদের কোনো সমালোচনা করে- তবে ক্ষমতাবান নেতা চায় সেই মানুষের বুকে গুলি চালিয়ে দিতে।

ঠিক তেমনি ঘটেছে। জনৈক ব্লগার এবেশি মাত্রায় কচলালে তিতা বের হয় পোস্টটি দিয়েছিলেন। আর সাথে সাথে কেড়ে নেয়া হলো তার মত প্রকাশের অধিকার। দূর্ভাগ্য, যারাই এতো মু্ক্ত কন্ঠ অনুশীলনের চর্চা করে আর তারাই যদি টুঠি চেপে ধরে -তবে তো এসব ভন্ডামি ছাড়া আর কিছুই নয়। পোস্টটিতে যা লিখা ছিলো- ব্লগ দিবসকে ব্লগারদের মাঝে আর কত ফেরী করতে হবে? এই একটি বিষয়ে স্টিকি পোস্ট কবে নাগাদ শেষ হবে? এবং এসব থেকে কি ঘোড়ার আন্ডা প্রসব হবে? কী আলোচনা করা হলো- এইডা স্টিকি পোস্ট!!!' কী আলোচনা করা উচিত ছিলো, কিন্ত হইলোনা আলোচনা-এইডাও ষ্টিকি!!! কাজ কারবার দেইখা মনে হয়- চিত্রালী সিনেমা পাতার মতো - নবাগত নায়িকা পশ্চাতদেশে বায়ু ছাড়লে যেমন খবর হয় এও যেমন তেমনি।

লেবু দারুন ঘ্রাণযুক্ত ,সুস্বাধু খাবারের সাথে। কিন্ত বেশি মাত্রায় কচলালে তিতা বের হয়। এবার আমগো মাপ করেন, তিতা গিলানো বন্ধ করেন, বমি হয়ে যাবে কইয়া গেলাম। ব্লগার যা লিখেছিলেন- আমি দেখলাম- এখানে এমন কিছু বলা হয়নি যা নীতিমালার পরিপন্থী। অত্যন্ত হালকাভাবে দুয়েকটা সমালোচনা মূলক কথা বলা হয়েছিলো, আর তাতেই উনারা ক্ষমতা প্রয়োগের ষোলকলা পূর্ন করলেন।

বাহঃ বাহঃ বাহঃ। তাই শেষ করার আগে বলি- হে মডারেটরবৃন্দ প্রশংসার ঘটিজলে স্নান করতে থাকুন। আর আত্মতৃপ্তির স্বমেহনের গামছা দিয়ে গা মুছুন। আপনার অতিশয় মহান। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।