আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা বিশ্ববিদ্যালয়: আমার ভর্তির রেজাল্ট দেখতে

আমার ব্যক্তিগত ব্লগ পুরানো ডায়রী থেকে তুলে দিচ্ছি: ১৭ই জুন, ১৯৯৫। বড়পাকে নিয়ে ভার্সিটিতে গেলাম, ভর্তির নোটিশ দেখতে। সবুজবাগ মোড় পর্যন্ত হেটে গিয়েও রিক্সা পাচ্ছিলাম না। এমন সময় ঝমঝম করে বৃষ্টি নামল। তাড়াতাড়ি দোকানের নিচে যাওয়ার সময় আমি রিক্সা ঠিক করলাম ৩টাকা বেশি দিয়ে।

মৎস্য বিভাগের সামনে যখন পৌছলাম তখন বৃষ্টি নেই। ভার্সিটিতে গিয়ে রিক্সা ভাড়া দিয়ে নোটিশ বোর্ড দেখতে গেলাম। প্রথমে "ঘ" ইউনিটের অফিসের সামনে গিয়ে দেখলাম সেখানে প্রযন্ড ভীড়। এরপর লম্বা বারান্দা দিয়ে "খ" ইউনিটের সামনে গেলাম। সেখানে দেয়ালে টাংগানো রেজাল্ট বড়পাকে দেখালাম।

তবে ভর্তির ব্যাপারে কোন নোটিশ দেখলাম না। ভিতরে অফিসের একজনকে জিগ্যেস করলাম ভর্তির ফরম আর বিষয়ানুসারে নম্বরের ব্যাপারে, তিনি বললেন, ভাইবার আগে দিয়ে দেয়া হবে। এবার বড়পাকে নিয়ে কমার্স ফ্যাকাল্টিতে গেলাম ওর রেজাল্ট দেখতে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.