আমাদের কথা খুঁজে নিন

   

পেতাম যদি ব্রেইভিকের মতো এখ্খান দেশ, তাইলে খুন করতাম ভিডিও গেম ভাইস সিটির মতো

একটা নিউজ শুনে অনেক মজাই লাগলো। আপনারা মজা পান না কি দেখেনbr /> ব্রেইভিকের মানসিক অসুস্থতা নিয়ে সংশয় রয়টার্স নরওয়ের গণহত্যাকারী আন্ড্রেস ব্রেইভিককে মানসিক রোগী বলে ঘোষণা দেয়া প্রতিবেদনের বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন প্রতিবেদন পর্যালোচনা কমিটির কয়েকজন সদস্য। প্রতিবেদনটিতে গুরুতর সমস্যা আছে বলে মনে করছেন তারা। বুধবার এ খবর জানিয়েছে নরওয়ের এনআরকে সম্প্রচার কর্তৃপক্ষ। গত জুলাইয়ে নরওয়ের বাসিন্দা ব্রেইভিক রাজধানী ওসলোতে বোমা হামলা চালানোর পর কাছের একটি দ্বীপে গিয়ে নির্বিচার গুলি চালিয়ে ৭৭ জন তরুণ-তরুণীকে হত্যা করে।

নিহতরা একটি রাজনৈতিক সম্মেলনে যোগ দিতে ওই দ্বীপটিতে অবস্থান করছিল। অভিবাসনবিরোধী ও তথাকথিত উগ্রধর্মীয় কারণে ব্রেইভিক ওই বোমা হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়। সূত্র:- কিল্ক যে দেশে সজ্ঞানে সশরীরে সবার সামনে ৭৭ জন তরুন তরুনীকে হত্যা করে স্বীকার করল। কিন্তু তার কোন বিচার ই পেল না নিহতদের পরিবারবর্গ। কি সৌভাগ্যভান ব্রেইভিকের ।

অবশ্যই সেদেশে মৃত্যুদন্ড নিষিদ্ধ। যায় হোক আমি যদি সে দেশে হতাম তাহলে কথায় কথায় ভিডিও গেম ভাইস সিটির মতোই গুলি করে মারতাম। কারন তারপরেই আমার মানসিক অসুস্থতা ধরা পরতো। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.