আমাদের কথা খুঁজে নিন

   

লন্ডনে সেমিনারে ক্ষমতাসীন লিবডেম উপনেতা : শেখ হাসিনা বিতর্কিত মহিলা, দুই নেত্রী পরস্পরকে ডমিনেট করতে চান

ব্রিটেনের ক্ষমতাসীন কোয়ালিশনের শরিক লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (লিবডেম) পার্লামেন্টের ডেপুটি লিডার সাইমন হিউজ বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বিতর্কিত মহিলা। তার বহু কর্মকাণ্ডের প্রতিবাদ অনেকেই করে, কিন্তু তিনি সেগুলো শোনেন না। বাংলাদেশের ‘দুই মহিলা’ কে কাকে ডমিনেট করবেন সে প্রতিযোগিতায় আছেন। তিনি প্রজন্ম ৭১ ইউকে শাখা আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় এই মন্তব্য করেন। বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. এম সাইদুর রহমান খান এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ, আলহাজ শামসুদ্দিন খান, মুক্তিযোদ্ধা কমান্ডার আহবাব চৌধুরী, জাকির হোসেন, এম আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। তারা কেউই প্রধানমন্ত্রী সম্পর্কে এই বক্তব্যে প্রতিবাদ করেননি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামেরও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি যাননি। বৈঠকে উপস্থিত একটি সূত্রে আরও জানা গেছে, অনুষ্ঠানে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, বাংলাদেশ মুসলিম মডারেট কান্ট্রি বলে ভুল ধারণা রয়েছে। আসলে বাংলাদেশ একটি সেক্যুলার রাষ্ট্র।

আমাদের সংবিধানেই ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে দেশের পরিচিতি রয়েছে। আহমেদ নূরুল টিপুর সভাপতিত্বে এবং বাবুল হোসেন ও বুলবুল হাসানের পরিচালনায় পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘বাংলাদেশের ৪০তম বিজয় দিবস ও জেনোসাইড কাভার-আপ’ শীর্ষক কনভেনশনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে লিবডেম নেতা সাইমন হিউজ নিজেকে সিভিল রাইটস আইনজীবী হিসেবে উল্লেখ করে বলেন, বাংলাদেশে বর্তমানে যুদ্ধাপরাধের বিচার যেভাবে চলছে সেটা আন্তর্জাতিক মানের নয়। এই বিচারকে বিশ্ববাসীর কাছে গ্রহণযোগ্য করতে হবে।

আন্তর্জাতিক মান বজায় না রাখলে বিশ্বব্যাপী এটা গ্রহণযোগ্যতা হারাবে। তিনি সুষ্ঠু ও সঠিকভাবে দ্রুত প্রকৃত যুদ্ধাপরাধের বিচারও প্রত্যাশা করেন। তিনি বলেন, এটা হলে এ ব্যাপারে তার দলের পূর্ণ সমর্থন থাকবে। Click This Link  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।