আমাদের কথা খুঁজে নিন

   

লন্ডনে তথ্যমন্ত্রীর ওপর হামলা

তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর ওপর লন্ডনে দুর্বৃত্তরা সন্ত্রাসী হামলা চালিয়েছে। সোমবার লন্ডন সময় রাত ১০টা ৩০ মিনিটে এ টি এন বাংলা ইউকের একটি টকশোতে অংশ নেওয়ার ঠিক আগে অভ্যর্থনা কক্ষে এ ঘটনা ঘটে। তবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এখন সুস্থ আছেন। ঘটনাস্থলে উপস্থিত লন্ডন সফররত এ টি এন বাংলার বিবেকের কাছে প্রশ্ন অনুষ্ঠানের উপস্থাপক ফয়সাল জানান, হাসানুল হক ইনু জাসদের এক নেতার বাসায় দাওয়াত খেয়ে এ টি এন বাংলা ইউকের জনপ্রিয় লাইভ টকশো মুক্ত সংলাপে অংশ নিতে রাত ১০টা ৩০ মিনিটে সেখানে উপস্থিত হন। এ সময় হাইকমিশনের দুজন প্রটোকল অফিসার ছাড়াও সঙ্গে ছিলেন তার স্ত্রী আফরোজা হক।

অনুষ্ঠান শুরুর আগে অভ্যর্থনা কক্ষে বসে প্রস্তুতি হিসেবে মন্ত্রী কাগজে নোট নিচ্ছিলেন। তখন দুজন যুবক সেখানে গিয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে ছবি তুলতে চান। মন্ত্রী তাদের পরিচয় জিজ্ঞেস করামাত্রই তারা হামলা চালায়। এ সময় তার স্ত্রী ও অন্যরা এগিয়ে আসায় দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে যাওয়ার আগে হামলাকারীরা মন্ত্রীকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারলে তা লক্ষ্যভ্রষ্ট হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় আওয়ামী লীগ ও জাসদ নেতারা ছুটে যান। বেশ কিছু সময় পর সেখানে উপস্থিত হন ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজারুল কায়েস এবং প্রেস মিনিস্টার রাশেদ চৌধুরী। এ সময় সেখানে থাকা নেতা-কর্মীরা মন্ত্রীর পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না করায় হাইকমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। ঘটনার পর উপস্থিত হয় লন্ডন মেট্রোপলিটন পুলিশ। তারা এ টি এন বাংলা ইউকের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।

তথ্যমন্ত্রী এর পর রাত ১১টা ৩০ মিনিট থেকে রাত ১টা পর্যন্ত এ টি এন বাংলা ইউকের টকশোতে অংশ নেন স্বাভাবিকভাবেই। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হাসানুল হক ইনু বলেন, এটি রাজনৈতিক প্রতিপক্ষের কাজ। গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে, এমন একটি অনুষ্ঠানে যাতে আমি কথা বলতে না পারি, সে জন্যই হয়তো এই হামলা হয়ে থাকতে পারে। তবে এভাবে আমার কণ্ঠরোধের চেষ্টা সফল হবে না বলে তিনি মন্তব্য করেন।

মঙ্গলবার সকালে যুক্তরাজ্য জাসদ সভাপতি মুজিবুল হক মনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সকালে লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তারা হামলাকারীদের ধরার ব্যাপারে অনেকখানি এগিয়েছে।

তিনি আরও জানান, জামায়াত-শিবির-হেফাজত-বিএনপি দ্বারা এ ধরনের হামলা হতে পারে এমন আভাস তারা আগেই পেয়েছিলেন। এ জন্য মন্ত্রীর প্রত্যেকটি দলীয় অনুষ্ঠানে তারা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছিলেন। কিন্তু সোমবার রাতে তিনি দাওয়াত শেষ করে হাইকমিশনের প্রটোকল অফিসারের গাড়িতে করেই এ টি এন বাংলা ইউকের ইস্ট লন্ডন অফিসে উপস্থিত হন অনেকটা অরক্ষিত অবস্থায়। দুর্বৃত্তরা সেই সুযোগই কাজে লাগিয়েছে।

মুক্ত সংলাপ অনুষ্ঠানটির উপস্থাপক বুলবুল হাসান জানান, স্টুডিওটি নিচতলায় হওয়ায় মন্ত্রী সস্ত্রীক নিচতলায় ছিলেন এবং তিনি তখন দোতলায় তার অফিসে বসে অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছিলেন।

হৈচৈ শুনে নিচে নেমে তিনি হামলাকারীদের পালিয়ে যেতে দেখেন। মন্ত্রীর ওপর দুজন আক্রমণ চালালেও তাদের সঙ্গে আরও চার-পাঁচজন ছিল বলেও জানান তিনি। এদিকে হামলার পরপরই সেখানে উপস্থিত হন যুক্তরাজ্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ সাজেদুর রহমান ফারুক। তিনি জানান, উপস্থিত সবার বাধায় মারাত্দক কিছু হয়নি। হামলাকারীদের চিহ্নিত করার জন্য ইতোমধ্যেই পুলিশ বেশ জোরেশোরে কাজ শুরু করেছে।

বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, মঙ্গলবার তারা ব্রিটেনের ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন।

মঙ্গলবার হাসানুল হক ইনু লন্ডনের আরও দুটি টেলিভিশনে টকশোতে উপস্থিত হন। এ ছাড়া দিনে লন্ডন থেকে ৪০ মাইল দূরের শহর লুটনে জাসদ আয়োজিত একটি সভায় বক্তব্য রাখেন। নিজস্ব প্রতিবেদক জানান, লন্ডনে তথ্যমন্ত্রীর ওপর হামলার ঘটনায় গতকাল তথ্য মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। এতে বলা হয়, ৫ সেপ্টেম্বর থেকে লন্ডন সফর করছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় লন্ডনের এ টি এন বাংলা টেলিভিশনের স্টুডিওতে একটি লাইভ টকশোতে অংশগ্রহণ করতে যান মন্ত্রী। এ সময় একদল লোক এ টি এন বাংলা অফিসের সামনে আসে। তাদের মধ্যে দুজন যুবক মন্ত্রীর সঙ্গে ছবি তোলার জন্য পীড়াপীড়ি করতে থাকে। মন্ত্রী তাদের ছবি তোলার জন্য ডাকেন। যুবকদ্বয় মন্ত্রীর কাছাকাছি গিয়ে মন্ত্রীর ওপর অতর্কিত হামলা করতে উদ্যত হয়।

এ সময় উপস্থিত লোকজন এগিয়ে এলে তাদের সঙ্গে দুর্বৃত্ত যুবকদ্বয়ের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তারা দৌড়ে পালিয়ে যায়। মন্ত্রী নিরাপদ ও সুস্থ আছেন। ঘটনার পর তিনি নির্ধারিত লাইভ টকশোতে অংশগ্রহণ শেষে নিজ হোটেল কক্ষে প্রত্যাবর্তন করেন। লন্ডন পুলিশ কর্তৃপক্ষ এ টি এন বাংলা ভবনের ক্লোজসার্কিট ক্যামেরায় ধারণকৃত ফুটেজ দেখে দুর্বৃত্তদের চিহ্নিত ও গ্রেফতারের কাজ শুরু করেছে।

সফর শেষে হাসানুল হক ইনুর ১২ সেপ্টেম্বর ফেরার কথা।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।