আমাদের কথা খুঁজে নিন

   

তুমিই মুক্তি

তুমিই মুক্তি- তুমিই মু্িক্ত, তুমিই ভরসা, তুমিই অবলম্বন তোমারই রূপগুণে আমাদের জীবন ধারণ সেই সূর্য উদয় থেকে অস্ত সবই তোমার কারণ তোমাকে নিয়েই এই সভ্যতার পথ চলা তোমার ছায়া, শোভা, বিচরণ করে মোদের শিহরণ তোমার রূপেই সজ্জিত এই গগণ। দিন থেকে দিনান্তে তুমি যাচ্ছ চলে দূরে তোমার পথচলা ভূবণকে করে দিচ্ছে স্থবির যে দিকে তাকাই, তুমি নেই আগের মত হয়ত এই সত্যি আমরাই করতেছি তোমাকে গত পারছিনা হয়তো আমরা করতে তোমায় জয় মানবতার স্বার্থে তোমার শোভাই আজকে চায় তুমি ছাড়া রক্ষা করার কেউ মোদের নাই তুমি আশা, তুমি সম্ভল, তুমিই ভরসা মোদের তাই তুমিই আমাদের মুক্তি- ও হে প্রকৃতি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।