আমাদের কথা খুঁজে নিন

   

কক্সবাজারে ইয়াবা, মদের খালি বোতল, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীসহ চিত্রনায়িকা চাঁদনী আটক

পৃথিবীর কাছে তুমি হয়তো কিছুই নও, কিন্তু কারও কাছে তুমিই তার পৃথিবী" কক্সবাজারের কলাতলীর ১টি আবাসিক হোটেলে ইয়াবা সেবনকালে চিত্রনায়িকা সিলভিয়া আজমী চাঁদনীসহ ৪ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। কলাতলীর বে ভিউ হোটেলের ৩য় তলার ৩০৪ নম্বর কক্ষ থেকে ইয়াবা সেবনকালে মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় তাদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৩৪ পিস ইয়াবা, মদের খালি বোতলসহ জন্মনিয়ন্ত্রণ সামগ্রী উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- বগুড়া সদরের সূত্রাপুর এলাকার জহুরুল ইসলামের মেয়ে সিলভিয়া আজমী (২২), ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকার জি এম সরোয়ার (৫০), একই এলাকার দোলোয়ার হোসেন (৫০) ও যাত্রাবাড়ীর কাজী জামাল (৪৮)। শান্তি নগরের বাসিন্দা আটক সিলভিয়া ঢালিউডের চিত্রনায়িকা বলে জানা গেছে।

কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ি এলাকায় নির্মাণাধীন ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. নাজিমুদ্দিনের মালিকানাধীন বিনোদনকেন্দ্র অ্যামিউজমেন্ট ক্লাব ও পার্কের চেয়ারম্যান জি এম সরোয়ার (৫০) । র‌্যাব-৭ জানায় , মাদকদ্রব্য বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন খবরের ভিত্তিতে র‌্যাবের ১টি দল বে ভিউ হোটেলে অভিযান চালিয়ে ইয়াবা সেবনকালে ওই ৪ জনকে আটক করে। তাদের কাছে ৩২ পিস ইয়াবা পাওয়া যায়। এদিকে র‌্যাব-৭, চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন বড় কুমিরা পিএসপি রোডস্থ এশা স্টোরের সামনে অভিযান চালিয়ে ১১৯ বোতল ফেন্সিডিল, একটি ট্রাক ও একটি মাইক্রোবাস উদ্ধারসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ২০০৭ সালে বিনোদন বিচিত্রা ফটোসুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার মধ্য দিয়ে মিডিয়াতে সিলভিয়া চাঁদনী মিডিয়া পা রাখেন।

চলচ্চিত্রে চাঁদনীর অভিষেক হয় শাহাদৎ হোসেন লিটন পরিচালিত ‘বল না কবুল’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে। গতবছর ঈদে মুক্তি পাওয়া এ ছবিতে তিনি শাকিব খানের ছোট বোন চরিত্রে অভিনয় করেন। সে সময় তিনি সিলভি নামে পরিচিত হলে পরবর্তীতে নিজের নাম পাল্টে রাখেন চাঁদনী। উত্তম আকাশ পরিচালিত ‘যেমন জামাই তেমন বউ’ ছবিটিতে চাঁদনী নায়িকা হিসেবে ইমনের বিপরীতে অভিনয় করেন। সিলভিয়া চাঁদনী অভিনীত মুক্তি প্রতিক্ষীত ছবির মধ্যে রয়েছে ‘নাগ সুন্দরী’, ‘ফিরিয়ে দাও আমার প্রেম’ প্রভৃতি।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।