আমাদের কথা খুঁজে নিন

   

কক্সবাজারে শপিং।

ডিসকভার কক্সবাজার,ডিসকভার বাংলাদেশ।

ভ্রমনের সাথে শপিং জমজ ভাইয়ের মতো। কক্সবাজারে যারা বেড়াতে আসেন তাদের কাছে কেনাকাটাটা অনেক আগে থেকেই অপরিহার্য অঙ্গ হয়ে আছে। শপিং এ কক্সবাজারে যে জিনিষটি সবার মন কাড়ে তা হচ্ছে রাখাইন সম্প্রদায়ের হস্তশিল্প সামগ্রী। এসব সামগ্রীর বৈশিষ্টই আলাদা।

তাঁতের কাপড়,প্রসাধনী,কাঠের সামগ্রী আরো কতকিছু। এসব বিক্রয় কেন্দ্র গুলো আবহমান কাল থেকে "বার্মিজ মার্কেট" বলে চিণ্হিত হয়ে আসছে। রাখাইন সম্প্রদায় মাতৃতান্ত্রিক পরিবার হওয়ায় তাদের বাহ্যিক কাজকর্ম তথা ব্যবসা বাণিজ্য প্রধানত মেয়েরাই পরিচালনা করে আসছে। সময়ের আবর্তে আর্থিক অসচ্ছলতা বা পূজির অভাবে বার্মিজ মার্কেট কেন্দ্রীক ব্যবসা তাদের হাতছাড়া হতে থাকলেও বিপণনে রাখাইন মেয়েরাই এখনো প্রধান উপজীব্য। কেনাকাটায় এই বার্মিজ মাকেট কক্সবাজারে শীর্ষে।

আপনি কেনাকাটা করতে চাইলে যে কোন রিকশাওয়ালাকে বলুন বার্মিজ মার্কেটে নিয়ে যেতে। সী বীচ থেকে রিকসা ভাড়া ১৫ টাকার মত নেবে। তা ছাড়া কক্সবাজারের ঝিনুক সামগ্রী আপনার গৃহসজ্জার বাড়তি আকর্ষণ। এর জন্য হোটেল হলিডে মোড়ে প্রধান ঝিনুক মার্কেটে চলে যান। সী বীচ থেকেও কিছুটা কম মূল্যে এখানে কেনাকাটা করতে পারবেন।

তবে সাবধান। দামাদামি করার সাথে জিনিষটা আসল কিনা যাচাই করে নেবেন। নকলের ছড়াছড়ি সব জায়গায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।