আমাদের কথা খুঁজে নিন

   

"ইসরে! আমার বাসায়ও লুঙ্গি ছিল, কেন যে পরে আসলাম না"।

ডিজিটাল যুগ, সবাই ডিজিটাল হচ্ছে। ডিজিটালের তকমা গায়ে লাগিয়ে সবাই খুব গর্ব করে দিন কাটাচ্ছে। দেশ ডিজিটাল হচ্ছে, সমাজ ডিজিটাল হচ্চে, মানুষ ডিজিটাল হচ্ছে। আমার কাছে মনে হয় শুধু মানুষের মনটাই ডিজিটাল হতে পারে নি। তখন বিকেল পাঁচটা কি সাড়ে পাঁচটা বাজে।

আমার এক পরিচিতা ছোট বোন। ক্লাস এইটে পড়ে। সে যাচ্ছিল গানের ক্লাসে। পড়নে ছিল স্কার্ট, হাতে ছিল থাতা। মহল্লার চিপা চাপায় উদ্বৃত্ব ছেলেদের আনাগোনা প্রায় চোখে পড়ে।

তো সেদিন সে ক্লাসে যাচ্ছিল আর মহল্লার উদ্বৃত্ব ছেলে কয়টা তাকে দেখে বললো, " ইসরে আমার বাসায় তো লুঙ্গি ছিল, কেন যে পড়ে আসলাম না। " কাল যখন আমি তার সাথে তাদের বাসায় যাচ্ছিলাম, তখন যে আমাকে বললো, ভাইয়া এই মহল্লা ছেলে গুলো ডিজিটাল হতে পারে নি। আমি বললাম, কেন? ও বললো, ঐ দিন আমি ক্লাসে যাচ্চিলাম আর কয়টা ছেলে আমাকে দেখে বললো "ইসরে আমার বাসায় তো লুঙ্গি ছিল, কেন যে পড়ে আসলাম না। " এত বেয়াদব ছেলে আগের মহল্লায় ছিল না। আমি তাকে জিঞ্জেস করলাম, এইখানে আবার ডিজিটাল আসলো কেন? সে বললো, বেয়াদব ছেলেগুলো স্কার্টও চেনে না।

তখন আমি আর কোন মন্তব্য খুজে পাই নাই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।