আমাদের কথা খুঁজে নিন

   

ঃঃঃ স্তন নিয়ে বিপাকে !!! ঃঃঃ

ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ স্তনে সিলিকন প্রতিস্থাপন করে বিপাকে পড়েছেন ফ্রান্সের ৩০ হাজার নারী। সিলিকন সরিয়ে স্তনকে আগের মতো ফিরিয়ে আনতে তাদের নির্দেশ দিতে চলেছে ফরাসি কর্তৃপক্ষ। ফরাসি দৈনিক ‘লিবারেশন’-এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি অনলাইন। ‘লিবারেশন’-এর খবরে বলা হয়, স্তনে সিলিকন প্রতিস্থাপনে স্বাস্থ্যঝুঁকিসহ ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে একটি বিশেষ কমিটি গঠন করেছে ফ্রান্স সরকার। কমিটির সদস্য ও প্লাস্টিক সার্জন লরেন্ট ল্যান্টেরি ‘লিবারেশন’-কে বলেন, ‘স্তন থেকে সব সিলিকন অবশ্যই সরিয়ে নিতে হবে। কেননা, এই জন্য স্বাস্থ্যঝুঁকির মুখোমুখি আমরা।’ ফ্রান্স সরকারের মুখপাত্র ভ্যালেরি প্যাকরিজ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, চলতি সপ্তাহের শেষের দিকে পদক্ষেপের পরিকল্পনা ঘোষণা করা হতে পারে। তিনি বলেন, স্তনের সিলিকন প্রতিস্থাপন সরিয়ে নিতে নারীদের দ্রুত তাঁদের চিকিত্সকের শরণাপন্ন হতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।