আমাদের কথা খুঁজে নিন

   

লালদিঘীর পানি লাল না/ নীল নদের পানি নীল না, জামাতে ইসলামি মানে ইসলাম না, গণজাগরণ মঞ্চ আসলে গণজাগরণ না !!

:( এখনো ওয়াচে প্রথমেই মাওলানা ভাসানীর প্রতি শিরোনাম কার্টেসি। এই মহান ব্যাক্তি (অবশ্য বর্তমান সরকারের অনেকেই দ্বিমত করতে পারেন। তারা উনাকে পাঠ্যপুস্তকে থাকার যোগ্যও মনে করেন না। ) একবার প্রসংগক্রমে বলেন, ‘লালদিঘীর পানি লাল না/ নীল নদের পানি নীল না, জামাতে ইসলামি মানে ইসলাম না ’ । আজ বুঝি তার কথার মর্ম।

কোন এক লোককে চান্দে দেখা গেছে মর্মে হাউকাউ করে মানুষ এনে নিজেদের স্বার্থ হাসিল করাই ছিল জামাতিদের মতলব। দুইশত কোটি টাকার বিদ্যুতের ট্রান্সফর্মার পুড়ে ফেলেছে বিচার হয়নি ওদের। পুলিশ ওদের ধরতে গেলে ডাকাত বলে তেড়ে আসে। যেমন বিচার হয়নি শেয়ার বাজারের ৮৪ হাজার কোটি টাকা লুন্ঠনের। হলমার্ক তো সরকারের গালে কলংকের কোন মার্কই না, আর বিসমিল্লাহতে গলদ থাকা বিসমিল্লাহ গ্রুপের হাজার কোটি টাকা কোন টাকা? মনে অয় পদ্মা সেতুতে কোন দুর্নীতি হয়নি।

প্রথম পদ্মাসেতু করার পরে আরেকটা করার কাজ চলছে। দেশে এখন একমাত্র সমস্যা রাজাকারদের বিচার। সুতরাং শাহবাগের বন্ধুরা রাতদিন আন্দোলনে থাকলেন আর আমরাও সমর্থন দিলাম। মিডিয়া এলো। সরকার বিরিয়ানি দিল খেলাম , ওয়াসার পানিতে কুলি করে শান্তিতে প্রাতকর্ম করলাম রাজাকারদের নামে করা ভ্রাম্যমান সরকারি টয়লেটে।

উল্লেখ্য যে বিরিয়ানিতে লবণ ছিল পরিমাণমত সুতরাং নিমকহারামিতো করতে পারি না। আর আমাদের সামুর মডু পোস্ট স্টিকি রাখল দিনের পরে দিন। কিন্তু এই অধমের একটাই প্রশ্নঃ সরকারের সমর্থনে, সরকারের পাহারায়, সরকারের দলীয় সমর্থকদের নিয়ে, সরকারের বিরুদ্ধ্য আন্দোলন হল তাকে কি নাটক বলব? গৃহপালিত বিপ্লব বলব? নামে গণ জাগরণ হলেও এটাকি আসলেই আওয়ামি জাগরণ না? ==== যাই হোক আমার পোস্টে দুই জোটের লোকেরাই নারাজ হবেন। কিন্তু বিবেকবান ব্লগারের প্রতি প্রশ্ন রইল। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।