আমাদের কথা খুঁজে নিন

   

বর্ষাকাল

আমার চোখে ঘুমিয়ে থাকে তোমার প্রিয় বর্ষাকাল তোমার কথা ভেবে ভেবে জেগে ওঠে রোজ-সকাল মেঘ করে যায় বৃষ্টি নামে টুপটাপ জল-মাতাল আমার চোখে ঘুমিয়ে থাকে ঘুমকাতুরে বর্ষাকাল । আষাঢ়ের জল ভাঙে কোলাহল একটি চোখের তারায় অন্য চোখে শ্রাবন এসে চুপিচুপি দাড়ায়। মেঘ করে যায় বৃষ্টি নামে টুপটাপ জল-মাতাল আমার চোখে ঘুমিয়ে থাকে তোমার প্রিয় বর্ষাকাল। বেদনার নীল বৃষ্টি-মিছিল একটি চোখের কোনে অন্য চোখে জোয়ার-ভাটা তোমার প্রহর গোনে। মেঘ করে যায় বৃষ্টি নামে টুপটাপ জল-মাতাল আমার চোখে ঘুমিয়ে থাকে তোমার প্রিয় বর্ষাকাল।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।