আমাদের কথা খুঁজে নিন

   

ফোর্ডের পরিবেশবান্ধব গাড়ি

দ্য বেঙ্গলি টাইমস ডটকম পরিবেশ বাঁচাতে সবুজ প্রযুক্তি নিয়ে এগিয়ে এসেছে ইউরোপের নামিদামি গাড়ি তৈরির প্রতিষ্ঠানগুলো। ফোর্ড উদ্ভাবন করেছে পরিবেশবান্ধব ইঞ্জিন। এ কাজের পুরো প্রক্রিয়াতেই কার্বন নির্গমন হ্রাসের উদ্যোগ নিয়েছে কোম্পানিগুলো। মানুষের দৈনন্দিন জীবনের চাহিদা ও সামর্থ্যের সঙ্গে তাল মিলিয়ে সড়ক পথে বাড়ছে গাড়ির ভিড়। এসব গাড়ি থেকে নির্গত হচ্ছে কার্বনডাই-অক্সাইড গ্যাস।

মিশে যাচ্ছে আমাদের পরিবেশে। বৃদ্ধি করছে বিশ্বের উষ্ণতা। তবে শুধু চলমান গাড়ি থেকেই নয়। গাড়ি ও গাড়ির যন্ত্রপাতি তৈরির প্রক্রিয়া থেকেও পরিবেশের সঙ্গে যোগ হচ্ছে টন টন কার্বন। তাই গাড়ি শিল্পের সঙ্গে জড়িত কর্তৃপক্ষ এবং বিজ্ঞানীরা এখন উদ্যোগ নিচ্ছেন একদিকে যেমন অল্প মাত্রায় কার্বন নির্গমনকারী গাড়ি তৈরি করতে হবে, অন্যদিকে তেমনি গাড়ি তৈরি প্রক্রিয়ার সব ধাপেই পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহার নিশ্চিত করতে হবে।

গাড়ি তৈরির প্রতিষ্ঠান ফোর্ডের ইউরোপীয় কারখানায় উদ্ভাবন করা হয়েছে তাদের তৈরি সবচেয়ে ছোট পেট্রোল ইঞ্জিন। পরিবেশবান্ধব বলে এটির নাম দেয়া হয়েছে ‘ইকোবুস্ট ইঞ্জিন’। এটিতে রয়েছে এক লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন তিনটি সিলিন্ডার। এ-ফোর আকৃতির একটি কাগজের ওপরেই রাখা যায় এ ইঞ্জিনটিকে। অবশ্য আকারে ছোট হলেও এটির কর্মদক্ষতা ১.৬ লিটারের ইঞ্জিনের সমান।

এটি ১২৫ পিএস ক্ষমতাসম্পন্ন। অথচ প্রতি কিলোমিটারে কার্বনডাই-অক্সাইড নির্গমন করে মাত্র ১১৪ গ্রাম। এ ছাড়া এটির ১০০ পিএস ক্ষমতাসম্পন্ন আরেকটি সংস্করণও বাজারে আনবে ফোর্ড। সেটিতে কার্বন নির্গমনের হার আরও একটু কমে দাঁড়াবে কিলোমিটার প্রতি ১০৯ গ্রাম। চীনের গাড়ি কারখানায় কাজ করছেন এক শ্রমিক।

২০১২ সালের শুরুর দিকেই বাজারে আসবে এসব ইঞ্জিনচালিত ফোর্ডের গাড়ি। তবে বিশেষভাবে ফোর্ড সি-ম্যাক্স, গ্র্যান্ড সি-ম্যাক্স এবং নতুন ফোর্ড বি-ম্যাক্স গাড়িগুলোয় সংযোজিত হচ্ছে এই পরিবেশবান্ধব ইঞ্জিন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। জার্মানির কোলন শহরে ফোর্ডের কারখানায় নতুন এই ইঞ্জিন উদ্ভাবনের কথা প্রকাশ করে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেন মালেলি বলেন, ‘নতুন ইকোবুস্ট ইঞ্জিন এবং সার্বিকভাবে আমাদের প্রতিষ্ঠান এমন ধরনের প্রযুক্তি উপহার দিচ্ছে, যা কম জ্বালানি পোড়ায়, অধিক ক্ষমতাসম্পন্ন এবং স্বল্পমাত্রায় কার্বনডাই-অক্সাইড নির্গমন করে। ’ জানা গেছে, কোলনের কারখানায় এই পরিবেশবান্ধব ইঞ্জিন তৈরিতে ফোর্ড ১১ কোটি ডলার বিনিয়োগ করেছে। শুধু এই কারখানা থেকে বছরে সাড়ে তিন লাখ ইকোবুস্ট ইঞ্জিন তৈরি করবে ফোর্ড।

তবে ২০১২ সালের প্রথম দিকে রোমানিয়ার ক্রেইভোতে তাদের নতুন ইঞ্জিন কারখানার কাজ শুরু হলে বছরে সাত লাখ ইকোবুস্ট ইঞ্জিন তৈরি সম্ভব হবে বলে জানিয়েছে ফোর্ড। এদিকে ডাইমলারের জ্বালানি ও ব্যাটারি উন্নয়ন শাখার পরিচালক ক্রিস্টিয়ান মোরডিক বললেন, ‘আমরা যদি গাড়ি তৈরি প্রক্রিয়ার বিভিন্ন ধাপে বিপুল পরিমাণ কার্বন নির্গমন করতে থাকি তাহলে শুধু চলমান গাড়ি থেকে কার্বনডাই-অক্সাইড নির্গমনের মাত্রা শূন্যের ঘরে নামালে চলবে না। তাই আমাদের পুরো গাড়ি তৈরি প্রক্রিয়ার দিকে নজর দিতে হবে। ’ জার্মানি পারমাণবিক জ্বালানি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয়ায় এখন জার্মানিতে অবস্থিত গাড়ি তৈরির প্রতিষ্ঠানগুলোকেও নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকতে হচ্ছে। ফলে ২০১৩ সাল থেকে জার্মানির লাইপিসশ শহরে বায়ুচালিত বিদ্যুত কল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বিএমডাব্লিউ।

তথ্যসূত্র- Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।