আমাদের কথা খুঁজে নিন

   

ছবিব্লগ - বিজয়ের ৪০ বছর, ব্লগর‌্যালী, ব্লগারদের সমাবেশ ও অন্যান্য দুই একটা ফাও।

ব্লগে অনিয়মিত। বিজয়ের ৪০ বৎসর উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আজকের ব্লগর‌্যালীতে গিয়ে কিছু ছবি তুলে তুলেছিলাম। আমি অনেক দেরীতে গিয়েছিলাম তাই শুরুর অনেককিছুই মিস করেছি। যা কিছুই তুলেছি, তার থেকে কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। ১> গর্বের জাতীয় পতাকা হাতে একদলের মিছিলের শুরু ২> পাকিস্তানী হায়েনাদের কার্টুনরুপ।

৩> টিএসসি অভিমুখে ব্লগারদের র‌্যালী ৪> পতাকা হাতে জানা আপা ৫> লাল পান্জাবীতে আরিল ভাই ৬> জানা, আরিল জুনিয়র জানা এবং আইরিন আপা। ৭> ব্যানার হাতে আইরিন আপা ৮> ব্যানার হাতে আমি ৯> ব্যানার হাতে রাজসোহান ১০> ব্যানার হাতে জীবুদা ১১> শহীদদের জন্য ফুল হাতে এক অচেনা ছোটবোন। ১২> ব্যানার হাতে ছোটমির্জা ১৩> ব্লগিং তো একেই বলে। ১৪> লালসবুজের পোশাকে ছোটবোনেরা ১৫> কোন উৎসবেই এদের গায়ে আনন্দের ছোয়া লাগতে দেখা যায় না ১৫> পাবলিক লাইব্রেরীতে ব্লগারদের সমাবেশ। ১৬> ব্লগারদের উদ্দেশ্যে শরৎদার বক্তব্য ১৭> ব্লগার তাশফীর বক্তব্য ১৮> আইরিন আপার বক্তব্য ১৯> এই ব্লগার ভাইয়ের নামটা জানা হলো না।

২০> এই পতাকার মান আমরা রাখবোই ২১> আবারো জুনিয়র জানা। ২২> শিপুভাই চিন্তায় আছেন নতুন ব্লগমুভির থিম নিয়ে। ২৩> কয়েকজন ব্লগারের ফটোসেশন ২৪> আমাদের সমাবেশে উৎসাহী এক বিদেশীনি ২৫> আমার রাজকন্যা ২৬> মাফ চাইলেও কাজ হবে না। রাজাকারদের ফাসি হবেই হবে। ২৭> মাটির পুতুল ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।