আমাদের কথা খুঁজে নিন

   

ছবিব্লগ: অনিন্দ্যসুন্দর বগা লেক

বুকের ভেতর বহু দূরের পথ...

আমাদের দেশটা সত্যিকার অর্থেই প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভুমি। কদিন আগে ঘুরে এসেছি বগা লেক ও কিওক্রাডং। আমার জীবনের সবচেয়ে স্মৃতিময় ভ্রমণ। সামুতে ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে লেখা ও ছবি ব্লগ দিয়েছি। অনেকে হয়তো দেখেছেন।

বগা লেকের ছবি দিয়েছিলাম কিন্তু ছবির সাইজ বড় হওয়ায় ব্লগাররা দেখতে পারেননি। তাই এবার ছবিগুলোর সাইজ কমিয়ে আবার দিলাম। ব্লগার ফয়সল অভি ভাইয়ের কল্যাণে 'দ্রোহ' তেও আমার তোলা বগা লেকের কিছু ছবি ছাপা হয়েছে। ফয়সল অভি ভাইকে ধন্যবাদ। বগা লেক ও কিওক্রাডং ভ্রমণের পোস্ট ও ছবিব্লগের লিংক গুলো দিয়ে দিলাম।

কেউ চাইলে চোখ বুলিয়ে নিতে পারেন। বর্ষায় বগালেক ও কিওক্রাডাং: ১ম, ২য় ও শেষ পর্ব ছবি ব্লগ: সাঙ্গু নদী এ পোস্টের বগালকের ছবিগুলোতে কোন ক্যাপশন দিলাম না। কারন ছবি নীরবে অনেক কথা বলে। সবাইকে ধন্যবাদ।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।